Categories


হযরত আবু বকর (রা.) জীবনকথা (হার্ডকভার)

আমার বাবা, কত মহান তিনি। আল্লাহর শপথ! লােকেরা তার সমালােচনা করতে পারে না। তিনি তাে সমুচ্চ পর্বততুল্য ও সুমহান মর্যাদার অধিকারী । হায় হায় এ কেমন ভুল ধারণা?! তােমরা যখন ইসলামের ডাকে সাড়া দাওনি তখন তিনি সেই সাফল্য অর্জন করেছেন। তােমরা যখন ইসলামের সাহায্যে অক্ষম ছিলে তখন তিনি লক্ষ্যে পৌছা দ্রুতগামী অশ্বের ন্যায় ইসলামের সাহায্যে এগিয়ে এসেছেন। তরুণ বয়সে তিনি ছিলেন কোরাইশী বীর, প্রৌঢ় বয়সে তাদের আশ্রয়স্থল। তিনি তাদের বন্দীদের মুক্ত করতেন। অভাবীদের সাহায্য করতেন। তাদের দ্বন্দ্ব-কলহ দূর করতেন এবং তাদের বিশৃঙ্খল পরিস্থিতির সমাধান করতেন। এমনকি তাদের হৃদয়সমূহ তাকে ভালােবেসেছিল। অতঃপর তিনি আল্লাহর দ্বীনে প্রবেশ করেন। আল্লাহর প্রতি প্রচণ্ড অনুরাগের কারণে তিনি আপন গৃহাঙ্গনে মসজিদ নির্মাণ করেছিলেন। এবং মিথ্যাশ্রয়ীরা যে সত্যকে নির্বাপিত করতে চেয়েছিল তিনি সেই সত্যকে পুনর্জীবিত করেছিলেন।