মা-বাবা বেরিয়ে যেতেই মনে হল, ফাঁদে আটকা পড়েছে সে। বাবা-মা তাে বলেই খালাস ভাবল সে। কাজটা তাে করতে হবে আমাকে। এর চেয়ে ভালাে ছিল গির্জায় যাওয়াই। মা যে ছেলেকে শাসন করে আনন্দিত ছিলেন, তা নয়। কিন্তু তারা যে গরিব ! ছেলেটি যে রকম দুষ্ট ও ফাঁকিবাজ হয়ে উঠছে, তাতে তাে তার ভবিষ্যৎ আরাে অন্ধকার। সামান্য জমিজমা, বাড়িটা আর পশুপালন করেই বেঁচে থাকা। যখন তারা এখানে এসে সংসার পেতেছিলেন কেবল হাত দু'জোড়াই সম্বল ছিল। কিন্তু পরিশ্রমের বিনিময়ে আজ তাদের মুরগি আর গরুর খামার হয়েছে, বাড়ির সামনে রয়েছে দু’খণ্ড জমিও। অথচ ছেলেটা ! কষ্টে মা'র চোখ ভিজে এল।
মনের মধ্যে অযথা কোনাে চিন্তা-ভাবনা পুষে রাখবেন না!’ ডাক্তার মীনেল তার সহজাত পেশাদারী ভঙ্গিতেই বৃদ্ধা মিসেস হার্টারের চোখের দিকে ফিরে তাকালেন। এটাই হল প্রধান কথা। সাময়িক উত্তেজনার হাত থেকেও নিজেকে সর্বদা দূরে রাখবার চেষ্টা করবেন। এখন আপনার শরীরের পক্ষে সবচেয়ে যা প্রয়ােজন তা হচ্ছে শান্ত এবং নিরুদ্বেগ জীবনযাপন করা।
ক্রিস্টি কলম ছুঁয়েছেন আজ একশাে বছর হয়ে গেল, কিন্তু তার নির্যাসে আজও আমরা অর্থাৎ রহস্য পি সমধিক রােমাঞ্চিত হয়ে চলেছি। তার প্রতিটি সৃষ্টি আজও আমাদের চোখের সামনে চির নতুন হয়ে ধরা দেয়, আজকের জীবনের পটভূমিকাতেও। ধ্রুপদী সাহিত্যের এই গুনই সময়ান্তরে তাঁকে চিরকাল সমাদৃত করে রাখবে পাঠকের কাছে।