Categories


কম্পিউটার এবং ইন্টারনেট টিপস

গত কয়েক বছর ধরে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে কম্পিউটার এবং ইন্টারনেটের সমস্যা ও তার সমাধান নিয়ে লিখছি। আমার এই লেখাগুলো বিভিন্ন সময়ে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে প্রকাশিত হয়েছে। অনেক দিন ধরেই অনেক পাঠক অনুরোধ করে আসছে সবগুলো লেখা একসাথে করে একটি বই বের করার জন্য। ‘লেখাগুলো যখন পেপারে ছাপা হয় তখন পড়ে ভালোই লাগে কিন্তু লেখাগুলো আর সংগ্রহ করে রাখা হয় না। কিন্তু পড়ে যখন লেখাগুলো প্রয়োজন পড়ে তখন আর খুঁজে পাওয়া যায় না। তাই লেখাগুলো দিয়ে যদি একটি বই বের করেন তাহলে প্রয়োজনের সময় লেখাগুলো খুঁজে পেতে অনেক সহজ হবে।’ 
কিন্তু সময় স্বল্পতার জন্য বই আর বের করা হয় না। এবার অনেকদিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছি বই বের করার। তার সাথে লেখাগুলো আপডেটও করেছি। অবশেষে কম্পিউটার এবং ইন্টারনেটের সমস্যার উপর একটি বই বের করেই ফেললাম। কম্পিউটার এবং ইন্টারনেট টিপস।


ইন্টারনেট : ই-মেইল

ইন্টারনেটের মৌলিক বিষয়াবলী বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সার্ভার যেকোনাে নেটওয়ার্কের জন্য সার্ভার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সার্ভারকে বলা যেতে পারে ইন্টারনেটের রিসাের্স। সার্ভার ঠিক মতাে সার্ভিস দিতে না পারলে পুরাে ইন্টারনেটই অর্থহীন হয়ে যাবে। কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেটের জন্য বহুলভাবে ব্যবহৃত কয়েকটি সার্ভারের বর্ণনা দেয়া হলাে । ফাইল সার্ভার (File Server) ফাইল সার্ভারের সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীরা ডেটা বা ফাইল সংরক্ষণ (Storage), উত্তোলন (Retrieve) এবং এক পিসি থেকে অন্য পিসিতে স্থানান্তর করতে পারে। সাধারণত ফাইল সার্ভার ক্লায়েন্ট পিসির জন্য কোনাে প্রকার ডেটা প্রসেসিং এর কাজ করে না। ফাইল সার্ভার দুই ধরণের হতে পারে। ডেডিকেটেড এবং নন ডেডিকেডেট ফাইল সার্ভার । ferat yota (Print Server) প্রিন্ট সার্ভার মূলত কোনাে নেটওয়ার্কে একটি একক প্রিন্টার বা কতকগুলাে প্রিন্টারের গ্রুপকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ করে ক্লায়েন্ট পিসি থেকে আগত প্রিন্টিং অর্ডারকে জমা করে রাখে। এই ব্যাপারটিকে বলা হয় কিউইয়িং (Queuing) বা স্পলিং (Spooling)। প্রিন্ট সার্ভার স্কুলারের সাহায্যে প্রিন্ট অর্ডারকে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত প্রিন্টার প্রিন্ট করার উপযােগী না হয়। প্রিন্টার একবার প্রস্তুত হয়ে গেলেই প্রিন্ট সার্ভার তাতে প্রিন্টিং কাজ (Print Job) পাঠিয়ে দেয়। অ্যাপ্লিকেশন সার্ভার (Applicatoin Server) এ ধরনের সার্ভার নেটওয়ার্কের অতিরিক্ত কম্পিউটিং ক্ষমতা ও অত্যন্ত দামি সফটওয়্যার ক্লায়েন্ট পিসিকে ব্যবহার করার সুযােগ করে দেয়। অ্যাপ্লিকেশন সার্ভার মূল প্রােগ্রামটি তার শক্তিশালী মেশিনে চালিয়ে দেয় এবং ক্লায়েন্ট পিসি’র চাহিদা অনুযায়ী ডেটা প্রসেস করে ফলাফল পুনরায় ক্লায়েন্টের কাছে ফেরত পাঠায়। এতে ক্লায়েন্ট পিসির লােড কমে যায়। অ্যাপ্লিকেশন সার্ভার ব্যবহারের মাধ্যমে কোনাে কোম্পানি তার সফটওয়্যার লাইসেন্সিং খরচও কমাতে পারে।


অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন


> সার্চ ইঞ্জিন অপর্টিমাইজেশন হচ্ছে কোন ওয়েব সাইট অথবা ওয়েব পেইজের সার্চ ইঞ্জিনে ভিজিভিলিটি অর্থাৎ সার্চ ইঞ্জিনের কত উপরের দিকে ঐ সাইট তথা পেইজটি কে দেখা যাবে। অন্য ভাবে লা যায় ওয়েব সাইটে ট্রাপিক অথবা ভিজিটর পাওয়ার একটি পদ্ধতি। যে কোন ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন অপর্টিমাইজেশন করে ঐ সাইটের মাধ্যমে যে কোন পণ্য, তথ্য অথবা সার্ভিস সারা বিশ্বের সবার কাছে পৌছে দিতে পারেন। বর্তমান বিশ্বে ব্যবসা বানিজ্য এবং ইন্টারনেট ভিত্তিক ব্যবসার জন্য এসইও এর গুরুত্ব অপরিসীম। 

> মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, বুকবিডি সিরিজ বাংলাদেশে প্রথম মাতৃভাষায় অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপর্টিমাইজেশন বইটি পাঠকের হাতে তুলে দিতে পেরেছে। পাঠকদের ভালোবাসা এবং পরামর্শ আমাদেরকে অনুপ্রেরনা যুগিয়েছে। ইতিমধ্য আমাদের প্রকাশিত অনান্য বই সমূহ পাটকরা যেভাবে সংগ্রহ করেছে। তাতে আমরা পাঠকদের কাছে কৃতজ্ঞ এবং এতে আমাদের লেখার প্রতি আগ্রহ আরো অনেক বেড়ে যায়। 

> দেশে এবং দেশের বাহিরে সার্চ ইঞ্জিন অপর্টিমাইজেশনের চাহিদা অনেক। বর্তমানে এসইও প্রচুর ফ্রিল্যাসিং কাজ পাওয়া যায়। এছাড়া যেমন ইন্টারনেট মার্কেটিং, স্যোসাল মিডিয়া মার্কেটিং, ওয়েব মাকেটিং, এ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদির সাথে এসইও এর সম্পর্ক রয়েছে। যে কোন কেউ, যে কোন ব্রাকগ্রাউন্ড এর হোক না কেন এমনকি একজন সল্প শিক্ষিত লোক যেন এসইও শিক্ষতে পারে। সে জন্য বুকবিডি সিরিজের এসইও প্রফেশনালগন তাদের বাস্তব কাজের অভিজ্ঞতার আলোকে এই বইটি লিখেছেন। 

> বইটিতে এসইও এর প্রাথমিক আলোচনা, প্রকারভেদ, অনলাইন এবং অপলাইন এসইও, কী-ওয়ার্ড রিসার্চ, গুগল অ্যানালাইর্টিক, লোকাল সার্চ, ডিরেক্টরি, আর্টিকেল সাবমিশন, স্যোসাল বুকমাকিং, লিংক হুইল, পোরাম পোষ্টিং, ই-মেইল মার্কেটিং, এসইও টুলস, ভিডিও মাকেটিং, ব্লগিং ইত্যাদি আলোচনা করা হয়েছে। বুকবিডি বিশ্বাস করে একজন পাঠক বইটি পড়ে খুব সহজে বুঝবে। যদি বইতে তথ্যগত বা অনিচ্ছাকৃত কোন ভুল থাকে দয়া করে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের তা জানাতে পারেন। যা পরবর্তী সংস্করণে আমরা সংশোধনী আনার চেষ্টা করব।