Categories


পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর

যারা অখণ্ড পাকিস্তানের চেতনার কফিনে সর্বশেষ পেরেক পুঁতে দিয়ে পঁচিশে মার্চের ভয়াল রাতের ঘটনা ঘটায় এবং সেই নিষ্ঠুরতা পুরো নয় মাস বজায় রাখে, একটি গণতান্ত্রিক অর্জনের ফলকে নস্যাৎ করে দিয়ে দেশের এক অংশে নির্বিচারে গণহত্যা, নারী নির্যাতন, নিপীড়ন হওয়া সত্ত্বেও কেন পাকিস্তানের অপরাংশের জনসমাজের প্রায় সকল স্তরে নির্লিপ্ততা দেখায় বা এজন্য বাঙালীদের আগাগোড়া দোষারোপ করে, কী প্রেক্ষাপটে, কেন এমনটি করেছিল, একাত্তরের ঘটনাবলীকে তারা তখন কীভাবে মূল্যায়ন করেছিল বা এখনো করে - সে ব্যাপারে খুব সামান্য কথাবার্তাই আমরা এ পর্যন্ত শুনেছি। পাকিস্তানীদের কাছ থেকেও এসব বিষয়ে কোন খোলামেলা বক্তব্য বা মূল্যায়নও আশা করা যায় না, কারণ বিষয়টি পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাবান সামরিক বাহিনীর কর্মকান্ড ও তার পরাজয়কে ঘিরে আবর্তিত এবং পাকিস্তানী সমাজজীবন সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্টভাবে নিজস্ব মতামত প্রকাশ করার মত স্বাধীনতা ভোগ করে না। এই প্রেক্ষাপটে উপরোক্ত বিষয়ে যতটা সম্ভব তথ্য আহরণের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণের ভিত্তিতে এই বইটি প্রণীত হয়েছে। যাঁরা সাক্ষাৎকার দিয়েছেন তাঁদের মধ্যে আছেন সামরিক-বেসামরিক ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমলা, ৯ জন রাজনীতিবিদ ও বাকী ৮ জন সিভিল সমাজের প্রতিনিধি। সাক্ষাৎকারদানকারীদের অধিকাংশ প্রত্যক্ষভাবে পূর্ব পাকিস্তান বিষয়ে নীতি নির্ধারণে ও একাত্তরের যুদ্ধে জড়িত ছিলেন। যাঁরা জড়িত ছিলেন না তাঁরাও পাকিস্তান সমাজের সচেতন অংশের প্রতিনিধি।


এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক

স্বাধীনতোত্তর আমাদের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান ইত্যাদি নিয়ে অবসরপ্রাপ্ত সেনা-কর্মকর্তাদের কেউ কেউ ইতোমধ্যে স্মৃতিচারণমূলক গ্রন্থ লিখেছেন। কিন্তু সে-সব গ্রন্থের সঙ্গে মেজর জেনারেল (অবঃ) মইনুল হোসেন চৌধুরীর এ- বইটির তফাত হলো পূর্বোক্ত গ্রন্থগুলোর যাঁরা লেখক তাঁদের প্রায় সকলেই ঘটনাপ্রবাহের হয় ভিকটিম নয় বেনিফিসিয়ারি। তাঁদের সে অবস্থানগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন স্বাভাবিকভাবেই তাঁদের রচনায়, কমবেশি, ঘটেছে। অন্যপক্ষে একজন দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ, আইনানুগ ও শৃঙ্খলাপরায়ণ সেনা-কর্মকর্তা হিসেবে লেখক শেষদিন পর্যন্ত পক্ষপাতহীনভাবে তাঁর পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছেন। আর এই দায়িত্ব পালনের সূত্রেই খুব কাছ থেকে সবকিছুকে দেখার, উপলব্ধি করবার সুযোগ তাঁর হয়েছে। সময়ের উচিত দূরত্বে দাঁড়িয়ে নির্মোহ ও বস্তুনিষ্ঠভাবে সে দিনগুলোর স্মৃতিচারণ করেছেন লেখক তাঁর এক জেনারেলের নীরব সাক্ষ্য : স্বাধীনতার প্রথম দশক প্রন্থটিতে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জাতীয় স্বার্থ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েও লেখক ঘটনার মূল্যায়নে তাঁর দৃষ্টিকে দেখেছেন অনাচ্ছন্ন, দায়বদ্ধ থেকেছেন ইতিহাসের প্রতি। 
একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জাতীয় স্বার্থ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েও লেখক ঘটনার মূল্যায়নে তাঁর দৃষ্টিকে দেখেছেন অনাচ্ছন্ন, দায়বদ্ধ থেকেছেন ইতিহাসের প্রতি।
এসব বৈশিষ্ট্যের কারণেই রচনাটি যখন ধারাবাহিকভাবে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হচ্ছিল তখনই তা সবার আগ্রহ ও মনোযোগ আকর্ষণ করে। স্বাধীনতা-পরবর্তী দেশের রাজনৈতিক-সামাজিক চালচিত্র বুঝতেও বইটি পাঠকদের সহায়তা করবে বলে আমাদের ধারণা।


Rashed, My Friend (Hardcover)

A new boy named laddu arrives in the class who later got his new name RASHED HASAN. A very brave and independent young blood with great knowledge of politics and present situation. A boy who shares his thought with his friend Ebu, who at first, had no idea about politics and upcoming disaster of 1971. Later on, this friend circle helped the MUKTI BAHINI to fight against the pakistani soldiers with their life on risk.At the time when they should play, have fun and enjoy, they did something that was astonishing. To know what really happened we have to read this beautiful book. Through this novel Md. Jafar Iqbal sir has showed the real picture of what really happened at that time.


ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস

আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়টি হল ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ। অথচ সেই যুদ্ধের ইতিহাসটাকে এতটাই রাজনিতিকরণ করা হয়েছে যে আজকের দ্বিতীয় প্রজন্ম, যারা হয়তো মুক্তিযুদ্ধের কিছু পরে পৃথিবীতে এসেছে বা মুক্তিযুদ্ধের সময় খুব ছোট ছিল তারাই এই যুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানে না। তাহলে তারা কীভাবে তাদের সন্তান, আজকের তৃতীয় প্রজন্মের কাছে সেই অহংকারের ইতিহাস পৌঁছে দেবে? শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তির আরেকটা বড় কারণ হল, সরকার বদলের সাথে সাথে তাদের পাঠ্যপুস্তকে ইতিহাসের পালাবদল। স্বাভাবিক কারণেই পাঠ্যপুস্তকের লেখাগুলো শিশুদের হৃদয়কে সেভাবে স্পর্শ করতে পারে না। তারপর আবার যখন শিশুরা তাদের বইয়ে বার বার নতুন ইতিহাস দেখে তখন তারা এই বিষয়ের উপর থেকে সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলে বলেই আমার ধারণা। সেই হারিয়ে ফেলা আগ্রহকে পুনরুজ্জীবিত করার এক অসাধারণ উদ্যোগ হল মুহম্মদ জাফর ইকবাল স্যারের ‘ ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইটি। ‘ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইটিতে অত্যন্ত ছোট পরিসরে কিন্তু খুব কার্যকরভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ছোটদের উপযোগী করে তুলে ধরা হয়েছে।


দ্যা রেইপ অব বাংলাদেশ

'দ্য রেইপ অব বাংলাদেশ' বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক এই বইটির লেখক উপমহাদেশের বিখ্যাত সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেন্হাস। ১৯৭১ সালের ১৪ই এপ্রিল অ্যান্থনিসহ আরো কয়েকজন সাংবাদিক পাকিস্তানের তথ্যমন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকা আসেন 'পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে' এই মর্মে সংবাদ পরিবেশনের জন্য। কিন্তু, পূর্ববাংলায় পাকিস্তানি বাহিনীর নৃশংস বর্বরতা হতবাক করে তাঁকে,স্তম্ভিত হয়ে ভাবেন এ বর্বরতা বিশ্ববাসীর কাছে তুলে ধরার কথা। পূর্ববাংলায় পাকিস্তানিদের বর্বরতাকে তিনি হিটলার ও নাৎসীবাদের অমানুষিক বর্বরতার চেয়েও ভয়াবহ বলে বইটির ভূমিকায় লিখেছেন। তাই, তিনি এ অমানবিক নৃশংসতার চিত্র বিশ্ববাসীকে জানানোর সংকল্প নিয়ে ১৯৭১ এর মে মাসের তৃতীয় সপ্তাহে লন্ডনে পাড়ি জমান। সেখানে তিনি সবকিছু তুলে ধরেন 'সানডে টাইমস'এ; ১৯৭১ এর ১৩ই জুন 'সানডে টাইমস' পাকিস্তানের গণহত্যার সম্পূর্ণ কাহিনী ফাঁস করে দেয়। ঐ সকল খবরের যুক্তিসংগত অনুসিদ্ধান্তই হল দ্য রেইপ অব বাংলাদেশ গ্রন্থটি,যার বঙ্গানুবাদও হয়েছে 'বাংলাদেশ লাঞ্ছিতা' নামে। পরিশিষ্ট ছাড়াও বইটি মূলতঃ চৌদ্দটি অংশে বিভক্ত- ১ম অংশে তিনি বইটির প্রস্তাবনায় 'দুর্বিপাক' শিরোনামে ২৫ মার্চের কালরাত্রির প্রেক্ষাপট, হানাদারদের প্রস্তুতি ইত্যাদি তুলে ধরেছেন, এবং পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতিও তুলে ধরেছেন নিরপেক্ষভাবে ৪র্থ অংশে। ২য় অংশে পাকিস্তানের পতন কেন এবং তার কারনসমূহ খুজঁতে চেষ্টা করেছেন প্রাকস্বাধীনতা যুগে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈরী সম্পর্ক সৃষ্টি ও বিকাশ। পরিণতিতে সৃষ্ট সংঘাতের স্বরুপ, কারণ প্রভৃতিও অনুসন্ধানের প্রচেষ্টা করেছেন। পরবর্তী অংশে পাকিস্তানিদের বিরাট বিশ্বাসঘাতকতার স্বরুপ উন্মোচন করেছেন। পাকিস্তান রাষ্ট্রসৃষ্টির মূলনীতির প্রতি শাসকগোষ্ঠীর বিশ্বাসঘাতকতা, গণতন্ত্রকে পদদলিত করা- এসব বিষয় তুলে ধরেছেন যুক্তির নিরিখে। এক নতুন পর্ব শীর্ষক অধ্যায়ে ইয়াহিয়া যুগের সূচনা, তার ব্যক্তিগত আচরণ, প্রতিশ্রুতি বর্ননার পাশাপাশি আরেকটি বড় বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দেন লেখক। পরবর্তী অংশে 'নির্বাচন-পূর্ব টালবাহানা' শিরোনামে ইয়াহিয়ার নির্বাচন-শাসনতন্ত্র সংস্কার সংক্রান্ত ভাষণের বিশ্লেষণ-তাতে বাঙ্গালির প্রতি অবহেলার চিত্র ফুটিয়ে তোলেন অ্যান্থনি। পরের অংশে নির্বাচনোত্তর প্রতারণার বিবরণ বর্ণিত হয়েছে। নির্বাচনে ১৬৭ আসন পাওয়া আওয়ামীলীগকে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা, জনরোষের উর্ধ্বগতি প্রভৃতি বিষয়ে সবিস্তৃত বর্ণনা রয়েছে। 'পাক-সামরিক বাহিনীর অভিযান' অধ্যায়ে বর্বর হানাদারদের ঢাকায় সৈন্যসমাবেশ, প্রস্তুতি ও অভিযান -বর্ণিত হয়েছে। 'পচিঁশটি স্মরনীয় দিন' অধ্যায়ে ১৯৭১ সালের মার্চের ১-২৫ তারিখ এই স্মরণীয় ২৫ দিনের ঘটনাপ্রবাহের বর্ণনা রয়েছে। পরবর্তী অংশে রয়েছে গণহত্যা ও পাকিস্তানিদের নিষ্ঠুরতার বিবরণ। 'গোয়েবল্সের পুনরাবির্ভাব' অধ্যায়ে পাকিস্তানি তথ্যমন্ত্রণালয়ের নির্লজ্জ অপপ্রচার ও পশ্চিম পাকিস্তানের জনগণের নিষ্ক্রিয় দর্শক ভূমিকার কড়া সমালোচনা করেছেন লেখক। 'আশি লাখ লোক কেন মারা যাবে' শিরোনামের অধ্যায়ে- সত্তরের নভেম্বর হতে একাত্তরের ডিসেম্বর পর্যন্ত সময়ে দুটি বিরাট বিপর্যয়- ঘূর্ণিঝড়-জ্বলোচ্ছ্বাস, এবং পাকবাহিনীর গণহত্যায় নিহতের প্রকৃত সংখ্যার প্রাচুর্য ও ব্যাপক প্রাণহানিতে মৃত্যুপুরীতে পরিণত হওয়া পূর্ব পাকিস্তানের দুর্দশার চিত্র ফুটে উঠেছে। সর্বশেষ অধ্যায় 'বাংলাদেশ কেন?'তে এই প্রশ্নের উত্তরে যৌক্তিক সমাধান টেনেছেন লেখক। পরিশিষ্টে রয়েছে-'বঙ্গবন্ধুর ছয়দফা', ভাষণ, ছাত্রসমাজের এগারো দফা এবং ১৯৪৭ থেকে ১৯৭১ এর মার্চ পর্যন্ত ঘটনাপঞ্জি। বইটিকে সমৃদ্ধ করেছে বঙ্গবন্ধুর ছবি,অ্যান্থনি ম্যাসকারেন্হাসের জীবনপরিচিতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ 'হানাদারদের অত্যাচারের নিদর্শনস্বরুপ পেশকৃত ১১টি দুর্লভ ছবি-যা নাড়া দেয় প্রতিটি মানুষের বিবেককে, হৃদয়ে ঘটায় রক্তক্ষরণ।


ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস বঙ্গবন্ধু হত্যাকান্ড (হার্ডকভার)

সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবর রহমান। ইতিহাসের বরপুত্র। ইতিহাস তাকে সৃষ্টি করেছে, তিনিও সময়ের অনিবার্যতায় ঐতিহাসিক দায়ত্বি পালন করেছেন। তার নেতৃত্বে, নির্দেশে লক্ষ প্রানের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের।


বঙ্গবন্ধুর ভাষণ (হার্ডকভার)

বাংলাদেশ মুক্তিযুদ্ধ হঠাৎ করেই শুরু হয় নাই। এর পটভুমি তৈরী হয়েছে দীর্ঘদিন ধরে। হাজার বছর ধরে বাঙ্গালি জনগোষ্টী সমাজ ও সংস্কৃদির পরিমন্ডলে টিকে থাকলেও একটি স্বাধীন সার্বভৈৗম দেশের নাগরিক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে ১৯৫২ ভাষা আন্দোলনের পর  থেকেই। আমলাতান্ত্রিক, অমানবিক অগনতান্ত্রিক পাকিস্তানি রাষ্ট্রের চাপে বাঙ্গালিদের বেড়ে ওঠার সকল প্রয়াস ধুলিসাৎ হয়ে যায়।


আমি বিজয় দেখেছি

আমি বিজয় দেখিছি, মূলত এ-জাতীয় গ্রন্থ। ১৯৭১ সালে যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতেন -অবরুদ্ধ দেশে বসে ভয়ে ভয়ে  বা শরনার্থী শিবিরের শ্বাসরুদ্ধকর পরিবেশ।
তবে এই বই হাতে নিলেই বোঝা যাবে যে, এতে উপস্থিত হয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে অহসযোগ আন্দোলনের কালের ঘটনাবলি।


জোছনা ও জননীর গল্প (হার্ডকভার)

মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ঐ শিকলভাঙা তারা কি ফিরিবে আর সুপ্রভাতে ? যত তরুণ অরুণ গেছে অস্তাচলে যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লভি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। সেই রক্তকমলে গাঁথা মাল্যখানি, বিজয়লক্ষ্যি দেব তাদেরই গলে


মা (হার্ডকভার)

এই কাহিনীর সন্ধান সর্বপ্রথম আমাকে দেন মুক্তিযোদ্ধা নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। তারপর অনেক দিন এই কাহিনী আমাকে তাড়িয়ে ফেরে। অতঃপর আমি একটা উপন্যাস লেখার আমায় মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ করতে শুরু করি। শহীদ আজাদের আত্মীয়স্বজনে খোঁজ পাওয়ার জন্যে আমি পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছিলাম। বিজ্ঞাপনের সূত্র ধরেই শহীদ আজাদ সম্পর্কে যারা জানেন, এমন অনেকের সঙ্গে আমার পরিচয় ঘটে। তাঁরা আমাকে দিনের পর দিন তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে সাহায্য করেছেন। যাঁদের সাক্ষাৎকার আমি নিয়েছি, তাঁদের নামের তালিকা এ বইয়ের শেষে সংযুক্ত করে দিলাম। তাঁদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর বেশ কিছু বইয়েরও সাহায্য দরকার হয়েছে। সেই তালিকাটিও এই বইয়ের শেষে থাকল।


তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা (হার্ডকভার)

পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে একের পর এক ঘটে যাওয়া ঘটনাবলি বেশ ধোঁয়াশাপূর্ণ। তার মৃত্যুর পর পর ঘটে যাওয়া তিনটি সেনা অভ্যুত্থান নিয়ে আছে এক রাশ অস্পষ্টতা, পরস্পর বিরোধী কথাবার্তা, অভিযোগ-পাল্টা অভিযোগ, সন্দেহ , পরস্পর বিরোধী ইতিহাস। লেঃ কর্ণেল এম.এ.হামিদ সেই উত্থাল ধূমায়িত অসন্তোষের ঘোট পাঁকানো সময়ের সাক্ষী। এই সব অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের কুশীলব অথবা নিহতরা তার পুর্ব পরিচিত। অভ্যুত্থান গুলোকে দেখেছেন তিনি কাছ থেকে। মুলত সেই সময় তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, পর্যবেক্ষনই তিনি হাজীর করেছেন তার জবানীতে, চেষ্টা করেছেন নিরোপেক্ষ থাকতে।প্রকৃত নিরপেক্ষ থাকতে পেরেছেন কিনা তা গবেষক রা ভালো বলতে পারবেন। বইটিতে প্রথম অংশ শেখ মুজিবের হত্যা কান্ড ও তার প্রেক্ষিত, দ্বিতীয় অংশ খালেদ মোশারফের উত্থান এবং শেষ হয়েছে জিয়ার উত্থান ও তার হত্যা কান্ডের বর্ননা নিয়ে। পঁচাত্তর পরবর্তী সময়ে যে ধোঁয়াশা ও তর্ক বিতর্ক আছে তা কতখানি প্রচারণা আর কত খানি ফ্যাক্ট সে প্রশ্নের উত্তর খুঁজতে পাঠক কে আরও আগ্রহী করে তুলবে।


জাসদের উত্থান পতন : অস্থির সময়ের রাজনীতি

এই যুদ্ধ দেশের মানুষকে বদলে দিয়েছে আমূল, নড়বড়ে করে দিয়েছে এ অঞ্চলের সামাজিক বুনন ও রাজনীতির চালচিত্র। মুক্তিযুদ্ধের চেতনা, গণমানুষের আকাঙ্ক্ষা ও অর্থনৈতিক অবস্থা বদলে দিয়েছে রাজনীতির ব্যাকরণ। বলা চলে, একরকম শূন্যতার মধ্যেই জন্ম নিয়েছে প্রতিবাদের অন্য একধরনের প্রবণতা, যার সংগঠিত রূপ হচ্ছে জাসদ নামের একটি রাজনৈতিক দল। দলটি ছিল মুক্তিযুদ্ধের উপজাত ফসল এবং একই সঙ্গে দ্রোহের চরমতম প্রতীক। এই বইয়ে ধীরে ধীরে উন্মোচিত হয়েছে দলটির উত্থান, বিস্তার ও ভেসে যাওয়ার কাহিনি, যা উপন্যাসকেও হার মানায়। সে কাহিনিতে স্বপ্ন আছে, রোমাঞ্চ আছে, আছে নাটকীয়তা ও বীরত্ব। সব মিলিয়ে বইটি হয়ে উঠেছে স্বাধীনতা-পরবর্তী অস্থির সময়ের এক দলিল, যার অনেকটাই লেখা হয়েছে


ক্রাচের কর্নেল (বাংলা একাডেমী পুরুস্কারপ্রাপ্ত) (হার্ডকভার)

যাদুর হাওয়া লাগা অনেকগুলো মানুষ, নাগরদোলায় চেপে বসা একটি জনপদ, ঘোর লাগা এক সময়, একটি যুদ্ধ, একজন যুদ্ধাহত কর্নেল, কয়েকটি অভ্যুত্থান। উপন্যাস ‘ক্রাচের কর্নেল; বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাটকীয় কালপর্বের অনন্যসাধারণ গাঁথা।


একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগষ্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর (হার্ডকভার)

তার নেতৃত্বে মুক্তি বাহিনী গঠন এবং পাকিস্তানি সৈন্যদের সাথে সামনাসামনি যুদ্ধে অংশগ্রহনের কথা বর্ণনা করা হয়েছে। অংশ গুলো-বিদ্রোহ,শুরু হলো প্রতিরোধ যুদ্ধ, তৃতীয় বেঙ্গলের দায়িত্ব গ্রহণ, স্বদেশের মাটিতে যুদ্ধ ,সিলেট অঞ্চলে অভিযান ও চূড়ান্ত যুদ্ধ। এভাবে বিভক্ত। ২য় এবং ৩য় অধ্যায়ে ১৯৭৫ সালের বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর যে হস্তক্ষেপ তা নিয়ে বর্ণনা হয়। অধ্যায় দুটি রক্তাক্ত মদ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর নামে বিভক্ত। যুদ্ধ পরবর্তী সামরিক অবস্থা, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় থেকে ৩ এবং ৭ নভেম্বর দুটি সেনা অভ্যূত্থান এর বিভিন্ন গুরুত্ব পূর্ণ ঘটনা উল্ল্যেখ করেছেন। তিনি এরকম কিছু কাহিনী তুলে ধরেন, যেখানে বলা হয় - মুক্তিযুদ্ধের পর এমন কিছু বাঙালী সেনাবাহিনী সৈন্য সামরিক বাহিনীতে যুগ দেন, যারা যুদ্ধের সময় বাংলাদেশের সাথে বেইমানী করেছে। যুদ্ধের পর এরাই মুক্তিযুদ্ধে অংশগ্রহন কারী সামরিক বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এর ফলে বাংলাদেশের মুক্তিযোদ্ধ অনেক সেনা অফিসার প্রাণ হারিয়েছেন। এছাড়া আরো বলেন যুদ্ধের সর্বশেষ দিন পর্যন্ত যে বাঙালি মেজর পাকিস্তানিদের প্রতি বিশ্বস্ত থেকে বাঙালি নিধনে অংশ গ্রহণ করেছিলেন তার পরবর্তীতে মন্ত্রীত্বলাভ করার মতো ঘটনা।


আমার বন্ধু রাশেদ (হার্ডকভার)

একদিন আমি তাদের আমার বন্ধু রাশেদ পড়ে শোনালাম। পুরোটা শুনে আমার সাত বছরের মেয়েটি কেমন যেন অন্য রকম হয়ে গেল। চুপচাপ বসে থেকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা রাতে ঘুমিয়েছি, সে বিছানায় শুয়ে ঘুমহীন চোখে শুয়ে আছে। গভীর রাতে সে উত্তেজিত গলায় আমাকে ঘুম থেকে ডেকে তুলল। বলল, ‘আব্বু, তুমি একটা জিনিস জানো?’ আমি বললাম, ‘কী?’ সে আমাকে বলল, ‘বইয়ে লেখা আছে রাশেদকে গুলি করে মেরেছে। কিন্তু তার লাশ তো পাওয়া যায়নি!’ আমি ঠিক বুঝতে পারছিলাম না সে কী বলতে চাইছে। কিন্তু তার কথায় সায় দিয়ে বললাম, ‘না, লাশ পাওয়া যায়নি।’ আমার সাত বছরের মেয়ের মুখ আনন্দে ঝলমল করে উঠল। বলল, ‘তার মানে বুঝেছ? আসলে রাশেদের গুলি লাগেনি। সে মারা যায়নি। পানিতে পড়ে সাঁতার দিয়ে চলে গেছে।


বাংলাদেশ: রক্তাক্ত অধ্যায় ১৯৭৫-৮১ (হার্ডকভার)

১৯৭৫ সনের ১৫ই আগস্ট বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ক্ষমতার কলকাঠি থাকে সেনানিবাসে। এই ক্ষমতা দখলকে কেন্দ্র করে ঘটে যায় ছোট বড় ২১টি সামরিক অভ্যুত্থান। প্রতিটি ঘটনায় দেশের বহু কৃর্তীমান সেনা সদস্য প্রাণ হারান। ১৯৮১ সনের ৩০ শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সামরিক অভ্যূত্থানে প্রাণ হারান। স্বল্প সময়ের ব্যবধানে এ অভ্যুত্থানের নায়ক মেজর জেনারেল এম এ মঞ্জুকেও সৈনিকদের হাতে প্রাণ দিতে হয়। এ অভ্যুত্থানগুলো অধিকাংশ ঘটার সময় লেখক ব্রিগেডিয়ার সাখায়াত হোসেন এনডিসি, পিএসসি (অবঃ) ঘটনাবলী অতি কাছে থেকে প্রত্যক্ষ করেছেন। তাঁর দেখা অভিজ্ঞতা তিনি বইটিতে সবিস্তারে লিখেছেন। বইটিতে আছে-


১৯৭১ (হার্ডকভার)

উপন্যাসটি নীলগঞ্জ নামের এক অজপাড়া গাঁয়ের গল্প। ১৯৭১, সেই সময়ের মানুষদের মনোজগতে কি পরিমান চাপ ফেলেছিল তা সহজেই এখানে বোঝা যায়। মুসলমানরা নিজেদের মন কে সান্তনা দিচ্ছে এভাবে, পাক হানাদাররা আমাদের মারবেনা কারন ওরাও মুসলিম। ওরা শুধু হিন্দুদের ক্ষতি করবে। অথচ এই হিন্দুদের সাথেই তারা বড় হয়েছে। আবার মৃত্যুর ভয়ে অপমানিত হয়ে, নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার গল্প যেমন আছে এখানে তেমনি একজন রাজাকারের জাতীয়তা বোধের জন্মের গল্প এখানে আছে।


৩ নভেম্বর জেল হত্যার পূর্বাপর

আব্বুর পছন্দের খাবার রেঁধে টিফিন কেরিয়ারে ভরে সেদিনই আইনজীবীদের সাথে নিয়ে আম্মা একাই জেলে গেলেন আব্বুর সঙ্গে দেখা করতে। আম্মা আইনজীবীদের সহায়তায় হাইকোর্টের মাধ্যমে আব্বুর আটকাদেশকে অবৈধ চ্যালেঞ্জ করে আব্বুকে মুক্ত করার জন্য নথিপত্র জোগাড় করেছিলেন। হত্যাকারী সেই আর্মি–মোশতাক সরকার আব্বুকে দুর্নীতিতে জড়ানোর নিরন্তর চেষ্টা করেও দুর্নীতি তো দূরের কথা, একটা সাধারণ নিয়ম লঙ্ঘনের অভিযোগও দাঁড় করাতে পারেনি। আব্বুকে মুক্ত করার জন্য ৫ নভেম্বর আদালতে রিট পিটিশন ওঠার কথা। আম্মা আব্বুকে সেই খবর জানালেন। কিন্তু আব্বু যেন কেমন চিন্তামগ্ন রইলেন। তিনি আম্মার ডাক নাম ধরে বললেন, ‘লিলি, আজ রাতে ডায়েরির শেষ পাতা লেখা হবে। সেই সঙ্গে শেষ হবে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা।’ তারপর বললেন, ‘আর বোধহয় বাঁচব না।’ জেলে আব্বুর সাথে আম্মার সেই শেষ সাক্ষাৎ।.... হ্যা, ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনাগুলোর মধ্যে অন্যতম এই ঘটনা এভাবেই বর্ণনা করেছেন লেখিকা। সবচেয়ে বড় বেদনা তখনই, যখন প্রকাশের সব ভাষা হারিয়ে যায় নিমেষেই।


দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্তান (হার্ডকভার)

‘দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্তান’ পুর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এর যুদ্ধ ও তার কারন সমুহ ও ফলাফল নিয়ে এই যুদ্ধের পাকিস্তানের অপারেশন এর নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি এর নিজের লেখা একটি বই । ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল এ.এ.কে. নিয়াজি হলেন সেই ব্যক্তি যাকে এমন এক দুর্ভাগ্যজনক অপারেশনের নেতৃত্ব দিতে হয়েছিল যার ফলে পাকিস্তানের বিভক্তি ঘটেছে । লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙ্গালীর ওপর তাদের বাহিনী নিয়ে অপারেশন সার্চলাইট পরিচালনা করেন । তিনি ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর সবথেকে বেশী পদকপ্রাপ্ত অফিসার । তাকে টাইগার নিয়াজী বলে ডাকা হত ।


মূলধারা’ ৭১ (হার্ডকভার)

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রচনায় এই গ্রন্থ নিঃসন্দেহে মূল্যবান সংযোজন। লেখক মঈদুল হাসান একাত্তর সালের জাতীয় ও আন্তর্জাতিক পটভূমিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল মূল উপাদানকেই একত্রে তুলে ধরেছেন। এই সব উপাদানের সংঘাত ও সংমিশ্রণে কিভাবে সফল রণনীতির উদ্ভব ঘটেছিল সেই ইতিবৃত্ত এই বিবরণে রয়েছে। এগুলিকে তিনি হাজির করেছেন ঘটনাবিকাশের নিজস্ব ধারাবাহিকতায়, যতদূর সম্ভব নিরপেক্ষ সাক্ষ্য-প্রমাণসহ। এ ছাড়া অনেক ঘটনা ও অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তিনি প্রকাশ করেছেন, যেগুলির অনেক কিছুই আজও অপ্রকাশিত, অথচ যেগুলি ছাড়া স্বাধীনতা যুদ্ধের গতিপ্রকৃতির কোন সঙ্গত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। এ জাতীয় বিবরণ সম্ভবত কেবল এই লেখকের পক্ষেই সম্ভব ছিল। কারণ প্রবাসে বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের মুক্তিযুদ্ধ-সংক্রান্ত নীতি প্রণয়নের ক্ষেত্রে এবং তাঁর পক্ষ থেকে ভারত সরকারের উচ্চতর নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ-আলোচনার ব্যাপারে লেখক ছিলেন বিশেষ আস্থাভাজন ব্যক্তি। তাঁদের দু’জনার মাঝে যোগাযোগ ছিল ঘনিষ্ঠ ও নিয়মিত। মুক্তিযুদ্ধকালের অনেক ঘটনার জন্যই লেখক এক নির্ভরযোগ্য সূত্র। একাত্তর সালে পাকিস্তানী বাহিনীর হত্যা, বর্বরতা ও সন্ত্রাসের ফলে ভারতে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা অকল্পনীয়ভাবে বেড়ে চলে। প্রথমদিকে প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক মহলে পরিস্থিতি ছিল বহুলাংশেই অসংগঠিত ও বিশৃঙ্খলাপূর্ণ। সেই সময় প্রধানমন্ত্রীর সচিবালয়ে কর্মরত থাকার ফলে আমি এই বিশৃঙ্খল ও অনিশ্চিত অবস্থা থেকে এই জাতির স্বাধীনতায় উত্তরণের জটিল প্রক্রিয়ায় কোন কোন দিক লক্ষ্য করার সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি,আমাদের স্বাধীনতা যুদ্ধের নয় মাসে তাজউদ্দীন আহমদ ছিলেন সকল ঘটনার কেন্দ্রে এবং অপরিসীম নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি তাঁর দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু তাঁর নিজের ভূমিকা সম্পর্কে এই মিতভাষী মানুষটি প্রায় কিছুই বলে যাননি। ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের অনেক খানিই আজও অনালোকিত। তার কোন কোন অংশে আলোকপাত করার ব্যাপারে মূলধারা:’৭১ সমর্থ হয়েছে বলে আমার ধারণা। তবে মঈদুল হাসান, সঙ্গত কারণেই সমগ্র বিষয়কে বৃহত্তর প্রেক্ষাপটে উপস্থিত করেছেন পর্যাপ্ত গবেষণা ও অপ্রকাশিত নানা দলিলপত্রের ভিত্তিতে ঘটনার নিরপেক্ষ উপস্থাপনের উদ্দেশ্যেই।


প্রজাপতি পলায়ণ ও রক্ত

তখন বেশ ভাের। দাঁত ব্রাশ করছিলাম আমি। নাহ ব্রাশ করছিলাম না । বলা ভালাে দাঁত মাজছিলাম। ব্রাশ, পেস্ট এসবের দেখা মিলেছিল আমাদের জীবনে আরাে অনেক পরে। অন্য পরিবারের কথা জানি না, অন্তত আমাদের পরিবারে ব্রাশ, পেস্ট এসব ঢুকেছিল আরাে অনেক পরে। দাঁত মাজতাম আমরা, বাঁ হাতের তালুতে একটু কয়লার গুড়া বা মাজন রেখে, ওতে ডান হাতের তর্জনির মাথাটি একবার মুখে ঢুকিয়ে ভিজিয়ে নিয়ে, বাঁ হাতের তালুতে রাখা মাজনের গুড়া মেখে নিয়ে, মাজন মাখা আঙ্গুলটি দাঁতে ঘষে, দাঁত মাজা কর্মটি সারতাম আমরা। ওই রকম দাঁত মাজা চলছিল যখন সেদিন ঠিক ওই সময় হন্তদন্ত আব্বা বাইরের দরজার তালা খুলে ঢুকলেন ঘরে।

 


জয় বাংলা

‘এই যে কবি সাহেব, এই ভরদুপুরে কোথায় যা'ছন ? টেনে টেনে বেশ সুরেলা স্বরে জিজ্ঞেস করে দোলা।

কামাল তখন অনিলকে নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে, এক তলার ল্যান্ডিং পেরিয়ে সামনের ইট বিছানাে রায় নেমেছে। এমন সময় সুরেলা গলায় এই প্রশ্ন। | থমকে দাঁড়ালাে কামাল। অনিলও। একতলার বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে দোলা। চুল উশকো খুশকো, হাতে মােটাসােটা এক বই, মুখ বেশ গম্ভীর। ঠিক সে মুহূর্তে জুৎসুই কোনও জবাব মুখে আসছে না। গম্ভীরভাবে কামাল বললাে, আমার বন্ধু অনিল।

অনিল দা’ যেন বহুদিনের চেনা, এমন ভঙ্গিতে বললাে দোলা, ‘আপনিও কবি নাকি ?

 


একাত্তরের গণহত্যা: রাজধানী থেকে বিয়ানীবাজার

প্রতিটি বাঙালির হৃদয়ে জেগে আছে মুক্তিযুদ্ধ। বাঙালির অসম সাহস ও বীরত্বের কথা মনে করিয়ে দেয় এই যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের ও প্রতিরোধের দিনগুলোর প্রতিটি প্রহর ছিল উদ্বেগ ও উৎকণ্ঠায় ভরা। পাকিস্তানি সেনাবাহিনী সমগ্র বাংলাদেশে একাত্তরের পঁচিশে মার্চ থেকে দেশ স্বাধীন হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে-নারকীয় গণহত্যা চালিয়েছিল, তা দ্বিতীয় মহাযুদ্ধকালীন নির্মমতাকেই স্মরণ করিয়ে দেয়। গ্রামে-গঞ্জে-জনপদে পাকিস্তানিরা শুধু গণহত্যায় মেতে ওঠেনি; লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে। এই গণহত্যা ও নারী-ধর্ষণে পাকিস্তানিদের সহযোগী ছিল তাদের দোসররা।


অপৌরুষেয় ১৯৭১

প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৭,মননশীল শাখা