Note : All deposit is refundable
পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে একের পর এক ঘটে যাওয়া ঘটনাবলি বেশ ধোঁয়াশাপূর্ণ। তার মৃত্যুর পর পর ঘটে যাওয়া তিনটি সেনা অভ্যুত্থান নিয়ে আছে এক রাশ অস্পষ্টতা, পরস্পর বিরোধী কথাবার্তা, অভিযোগ-পাল্টা অভিযোগ, সন্দেহ , পরস্পর বিরোধী ইতিহাস। লেঃ কর্ণেল এম.এ.হামিদ সেই উত্থাল ধূমায়িত অসন্তোষের ঘোট পাঁকানো সময়ের সাক্ষী। এই সব অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের কুশীলব অথবা নিহতরা তার পুর্ব পরিচিত। অভ্যুত্থান গুলোকে দেখেছেন তিনি কাছ থেকে। মুলত সেই সময় তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, পর্যবেক্ষনই তিনি হাজীর করেছেন তার জবানীতে, চেষ্টা করেছেন নিরোপেক্ষ থাকতে।প্রকৃত নিরপেক্ষ থাকতে পেরেছেন কিনা তা গবেষক রা ভালো বলতে পারবেন। বইটিতে প্রথম অংশ শেখ মুজিবের হত্যা কান্ড ও তার প্রেক্ষিত, দ্বিতীয় অংশ খালেদ মোশারফের উত্থান এবং শেষ হয়েছে জিয়ার উত্থান ও তার হত্যা কান্ডের বর্ননা নিয়ে। পঁচাত্তর পরবর্তী সময়ে যে ধোঁয়াশা ও তর্ক বিতর্ক আছে তা কতখানি প্রচারণা আর কত খানি ফ্যাক্ট সে প্রশ্নের উত্তর খুঁজতে পাঠক কে আরও আগ্রহী করে তুলবে।