Categories


ট্যালি - ৯ ও ট্যালি ইআরপি-৯

ট্যালি হচ্ছে ভারতের ‘ট্যালি সলিউশন’ কর্তৃক তৈরিকৃত একটি এ্যাকাউন্টিং প্যাকেজ প্রোগ্রাম। ব্যবসায়ের যাবতীয় হিসাব-নিকাশ অনায়াসেই ট্যালি দ্বারা সংরক্ষণ করা যায়। হিসাব ব্যবস্থাপনার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে। যেমন-AcPack, Quick Book Pro, MyOB, Peachtree. অন্যান্য সফটওয়্যারের মতো ট্যালির নির্মাতা ‘ট্যালি সলিউশন’ গ্রাহক চাহিদার উপর ভিত্তি করে নতুন নতুন ফিচার ও সার্ভিস সংযোজন করে ট্যালির বিভিন্ন ভার্সন বাজারে ছাড়ছে। দীর্ঘ ২২ বছর ধরে ‘ট্যালি সলিউশন’ গ্রাহকদের চাহিদা মূল্যায়ন করে এর মান উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। নিত্য নতুন ফিচার ও সার্ভিস সংযোজন ও উন্নত গ্রাহক সেবা প্রদান করে ট্যালিকে বিশ্বমানের এ্যাকাউন্টিং প্যাকেজে উন্নীত করা হয়েছে। আধুনিক মার্কেটিং এবং সফটওয়্যার হিসাবে সহজ হিসাব ব্যবস্থাপনার জন্য ট্যালির ব্যবহার পৃথিবীর বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ে । ধরাণা করা হচ্ছে, বর্তমান পৃথিবীল নব্বইটিরও বেশি দেশে ২০ লাখেরও বেশি ট্যালি ব্যবহারকারী রয়েছে। আমার কম্পিউটার প্রকাশনার প্রতি গ্রাহকদের চাহিদা অনেক। বাংলাদেশ ছাড়াও বিশেষ করে ভারতে ট্যালির ব্যাপক ব্যবহার হওয়ায় ভারতের গ্রাহক ব্যাক্তিগতভাবে আমাদের সাথে ট্যালির বই সম্পর্কে যোগাযোগ করেছেন। গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে শেষ পর্যন্ত আমি নিজেই দায়িত্ব নিয়েছি। দীর্ঘ কয়েক মাস চেষ্টার পর অবশেষে আল্লাহর অশেষ রহমতে বাংলা ভাষায় বইটি প্রকাশ করতে সমর্থ হয়েছি।