Note : All deposit is refundable
তখন বেশ ভাের। দাঁত ব্রাশ করছিলাম আমি। নাহ ব্রাশ করছিলাম না । বলা ভালাে দাঁত মাজছিলাম। ব্রাশ, পেস্ট এসবের দেখা মিলেছিল আমাদের জীবনে আরাে অনেক পরে। অন্য পরিবারের কথা জানি না, অন্তত আমাদের পরিবারে ব্রাশ, পেস্ট এসব ঢুকেছিল আরাে অনেক পরে। দাঁত মাজতাম আমরা, বাঁ হাতের তালুতে একটু কয়লার গুড়া বা মাজন রেখে, ওতে ডান হাতের তর্জনির মাথাটি একবার মুখে ঢুকিয়ে ভিজিয়ে নিয়ে, বাঁ হাতের তালুতে রাখা মাজনের গুড়া মেখে নিয়ে, মাজন মাখা আঙ্গুলটি দাঁতে ঘষে, দাঁত মাজা কর্মটি সারতাম আমরা। ওই রকম দাঁত মাজা চলছিল যখন সেদিন ঠিক ওই সময় হন্তদন্ত আব্বা বাইরের দরজার তালা খুলে ঢুকলেন ঘরে।