Note : All deposit is refundable
‘এই যে কবি সাহেব, এই ভরদুপুরে কোথায় যা'ছন ? টেনে টেনে বেশ সুরেলা স্বরে জিজ্ঞেস করে দোলা।
কামাল তখন অনিলকে নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে, এক তলার ল্যান্ডিং পেরিয়ে সামনের ইট বিছানাে রায় নেমেছে। এমন সময় সুরেলা গলায় এই প্রশ্ন। | থমকে দাঁড়ালাে কামাল। অনিলও। একতলার বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে দোলা। চুল উশকো খুশকো, হাতে মােটাসােটা এক বই, মুখ বেশ গম্ভীর। ঠিক সে মুহূর্তে জুৎসুই কোনও জবাব মুখে আসছে না। গম্ভীরভাবে কামাল বললাে, আমার বন্ধু অনিল।
অনিল দা’ যেন বহুদিনের চেনা, এমন ভঙ্গিতে বললাে দোলা, ‘আপনিও কবি নাকি ?