Note : All deposit is refundable
ইন্টারনেটের মৌলিক বিষয়াবলী বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সার্ভার যেকোনাে নেটওয়ার্কের জন্য সার্ভার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সার্ভারকে বলা যেতে পারে ইন্টারনেটের রিসাের্স। সার্ভার ঠিক মতাে সার্ভিস দিতে না পারলে পুরাে ইন্টারনেটই অর্থহীন হয়ে যাবে। কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেটের জন্য বহুলভাবে ব্যবহৃত কয়েকটি সার্ভারের বর্ণনা দেয়া হলাে । ফাইল সার্ভার (File Server) ফাইল সার্ভারের সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীরা ডেটা বা ফাইল সংরক্ষণ (Storage), উত্তোলন (Retrieve) এবং এক পিসি থেকে অন্য পিসিতে স্থানান্তর করতে পারে। সাধারণত ফাইল সার্ভার ক্লায়েন্ট পিসির জন্য কোনাে প্রকার ডেটা প্রসেসিং এর কাজ করে না। ফাইল সার্ভার দুই ধরণের হতে পারে। ডেডিকেটেড এবং নন ডেডিকেডেট ফাইল সার্ভার । ferat yota (Print Server) প্রিন্ট সার্ভার মূলত কোনাে নেটওয়ার্কে একটি একক প্রিন্টার বা কতকগুলাে প্রিন্টারের গ্রুপকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ করে ক্লায়েন্ট পিসি থেকে আগত প্রিন্টিং অর্ডারকে জমা করে রাখে। এই ব্যাপারটিকে বলা হয় কিউইয়িং (Queuing) বা স্পলিং (Spooling)। প্রিন্ট সার্ভার স্কুলারের সাহায্যে প্রিন্ট অর্ডারকে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত প্রিন্টার প্রিন্ট করার উপযােগী না হয়। প্রিন্টার একবার প্রস্তুত হয়ে গেলেই প্রিন্ট সার্ভার তাতে প্রিন্টিং কাজ (Print Job) পাঠিয়ে দেয়। অ্যাপ্লিকেশন সার্ভার (Applicatoin Server) এ ধরনের সার্ভার নেটওয়ার্কের অতিরিক্ত কম্পিউটিং ক্ষমতা ও অত্যন্ত দামি সফটওয়্যার ক্লায়েন্ট পিসিকে ব্যবহার করার সুযােগ করে দেয়। অ্যাপ্লিকেশন সার্ভার মূল প্রােগ্রামটি তার শক্তিশালী মেশিনে চালিয়ে দেয় এবং ক্লায়েন্ট পিসি’র চাহিদা অনুযায়ী ডেটা প্রসেস করে ফলাফল পুনরায় ক্লায়েন্টের কাছে ফেরত পাঠায়। এতে ক্লায়েন্ট পিসির লােড কমে যায়। অ্যাপ্লিকেশন সার্ভার ব্যবহারের মাধ্যমে কোনাে কোম্পানি তার সফটওয়্যার লাইসেন্সিং খরচও কমাতে পারে।