মা-বাবা বেরিয়ে যেতেই মনে হল, ফাঁদে আটকা পড়েছে সে। বাবা-মা তাে বলেই খালাস ভাবল সে। কাজটা তাে করতে হবে আমাকে। এর চেয়ে ভালাে ছিল গির্জায় যাওয়াই। মা যে ছেলেকে শাসন করে আনন্দিত ছিলেন, তা নয়। কিন্তু তারা যে গরিব ! ছেলেটি যে রকম দুষ্ট ও ফাঁকিবাজ হয়ে উঠছে, তাতে তাে তার ভবিষ্যৎ আরাে অন্ধকার। সামান্য জমিজমা, বাড়িটা আর পশুপালন করেই বেঁচে থাকা। যখন তারা এখানে এসে সংসার পেতেছিলেন কেবল হাত দু'জোড়াই সম্বল ছিল। কিন্তু পরিশ্রমের বিনিময়ে আজ তাদের মুরগি আর গরুর খামার হয়েছে, বাড়ির সামনে রয়েছে দু’খণ্ড জমিও। অথচ ছেলেটা ! কষ্টে মা'র চোখ ভিজে এল।