Note : All deposit is refundable
দুর্ভাগ্যবশত আমাদের এ জগতে আমরা হৃদযের শান্তির দেখা এখনও পাই নি, এমনকী অনুভবও করতে পারি । কিন্তু কেন ? কারণ, সূক্ষ্মভাবে অথবা সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমরা অনুভব করার চেষ্টা করেছি উজ্জ্বল ও দীপ্তিশীল মনের দ্বারা । যতক্ষণ আমরা আমাদের মনের মাধ্যমে শান্তি স্থাপনের চেষ্টা করবো, দুঃখজনকভাবে আমরা শুধুই অকৃতকার্য হবো। আমারা তখনই কৃতকার্য হবো যখন আমরা আমাদের হৃদয়ের ক্ষমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্ঠা করতে পারব।
চিন্ময় কুমার ঘোষ (শ্রী চিন্ময় নামে বেশি পরিচিত,২৭ আগস্ট, ১৯৩১ – ১১ অক্টোবর, ২০০৭), ছিলেন একজন মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক। ১৯৬৪ সালে তিনি নিউ ইয়র্ক সিটি চলে যান এবং সেখানে যোগ ধর্ম চর্চা শুরু করেন। চিন্ময় নিউ ইয়র্কের কুইন্স শহরে প্রথম মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেন এবং পরে ৬০টি দেশে তার অনুসারীর পরিমাণ দাড়ায় ৭,০০০। এছাড়া লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন কনসার্ট ও মেডিটেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন।[৩][৪] তিনি দৌড়, সাঁতার ও ভার উত্তোলনের মত আথলেটিকের সাথেও জড়িত ছিলেন। তিনি ম্যারাথন ও অন্যান্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন এবং তিনি নিজেও দৌড়বিদ ছিলেন। পরবর্তীতে হাঁটুতে আঘাতপ্রাপ্ত হলে ভার উত্তোলনে মনোনিবেশ করেন।