বাবা যখন ছোট, তখন কেবলি পড়ত সে ৷ পড়তে শিখেছিল বাবা চার বছর বয়সে, পড়া ছাড়া আর কিছুতেই ঝোঁক ছিল না । অন্য ছেলেরা লাফ ঝাঁপ ছুটোছুটি করছে, মজার মজার খেলা খেলছে নানা রকম, ছোট্ট বাবা কিন্তু তখন ব’সে আছে তার বইটি নিয়ে । শেষ পর্যন্ত ঠাকুদাঁ ঠাকুমার দুশ্চিন্তা হল ৷ সারাক্ষণ বই নিয়ে থাকলে ক্ষতি হবে বৈকি । বই উপহার দেওয়া বন্ধ হল, হুকুম হল পড়া চলবে কেবল দিনে তিন ঘন্টা ৷ তাতে কিন্তু ফল হল না ৷ সকাল থেকে সন্ধে পর্যন্ত ছোট্ট বাবার বই পড়া বন্ধ হল না ৷ নিয়মমতাে তিন ঘন্টা বাবা পড়তে লোকের সামনে।