Note : All deposit is refundable
অনেকদিন আগের কথা । প্রাচ্যের এক বিশাল সাম্রাজ্য শাসন করতেন এক প্রবল প্রতাপ বাদশাহ ৷ উজির-সভাসদ, পাত্রমিত্র, সৈন্য-সামন্ত, পােলাম-নফর কোনও কিছুরই অভাব ছিল না তার ৷ শসন বংশের এই বাদশাহর ছিল দুই ছেলে ৷ বড় ছেলেটি লম্বা ও চওড়া, সুঠামদেহী ৷ ছোটটি বেঁটেখাটো ৷ দু জনেই যোদ্ধা । দু জনেই দূর্ধর্ষ ঘোড়সওয়ার ৷ তবে ছোটর চেয়ে বড় ভাইয়ের বুদ্ধি কিছু বেশি ৷ প্ৰজাদের সুখ-দুঃখ, অভাব…অভিযােগ দরদ দিয়ে বোঝার চেষ্টা করে।
রকিব হাসান-এর জন্ম কুমিল্লায়, ১৯৫০ সালে । স্বনামে-বেনামে তার প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে প্রায় ৪০০টি । তার লেখা প্রথম বই প্রকাশিত হয় ১৯৭৭ সালে, ছদ্মনামে । স্বনামে প্রথম প্রকাশিত বইটি ছিল অনুবাদগ্ৰস্থ, ব্রাম স্টোকারের ড্রাকুলা” । এরপর অনুবাদ করেছেন এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেল-এর মত বিখ্যাত লেখকদের অনেক ক্লাসিক বই । অনুবাদ করেছেন মহাক্লাসিক অ্যারাবিয়ান নাইটস’ ও এডগার রাইস বারোজএর টারজান’ সিরিজ । বড়দের উপযোগী তার লেখা কিছু রহস্য উপন্যাসও খুব জনপ্রিয়তা পেয়েছে । সবচেয়ে জনপ্রিয় হয়েছে ছোটদের জন্য লেখা "তিন গোয়েন্দা” সিরিজটি । এই রবিনকে নিয়ে লিখেছেন আরও দুটাে সিরিজ তিন বন্ধু' ও 'গোয়েন্দা কিশোর মুসা রবিন' । লিখেছেন কিশোর গোয়েন্দা” সিরিজ, খুদে গোয়েন্দা’ সিরিজ, জাফর চৌধুরী ছদ্মনামে রোমহর্ষক’ সিরিজ এবং আবু সাঈদ ছদ্মনামে গোয়েন্দা রাজু সিরিজ । এ ছাড়া কিশোরদের জন্য বেশ কিছু ভূতের বই ও সাইন্স ফিকশনও লিখেছেন তিনি।