মানুষের হাতে যে রেখাটাকে বিলিতি মতে হেডলাইন বা বৃদ্ধির রেখা বলে, ফেলুদার যে সেটা আশ্চর্যরকম লম্বা আর স্পষ্ট, সেটা আমি জানি ৷ ফেলুদাকে জিগ্যেস করলে বলে ও পামিস্ট্রিতে বিশ্বাস করে না, অথচ পামিস্ট্রির বই ওর আছে, আর সে বই ওকে পড়তেও দেখেছি । একবার এটাও দেখেছি - ফেলুদা ওর মার্কামারা একপেশে হাসিটা হেসে লালমোহনবাবুকে ওর বুদ্ধির রেখাটা দেখাচ্ছে ৷ লালমোহনবাবু অবিশ্যি এসব ষোল আনা বিশ্বাস করেন ৷