একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হল, আমাদের নামে হিন্দুদের মত আমাকে নিয়ে মহাভারত রচিত হোক্ । যেমনি ভাবা তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন, আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে তাঁকে নিয়ে একটি নতুন মহাভারত আপনাদের পণ্ডিতদের দিয়ে লিখে দিতে হবে এক মাসের মধ্যে। সেই রূপ পণ্ডিত অতি শীঘ্র নবাবের দরবারে পাঠান। যিনি রচনা করবেন তাকে প্রচুর আসরফি পুরস্কার দেওয়া হবে।