Note : All deposit is refundable
নয়ন রহস্য বইটি ফেলুদা সিরিজের একদম শেষ দিকের উপন্যাস যার কাহিনী আবর্তিত হয়েছে নয়ন নামের আশ্চর্য ক্ষমতাধর এক ছেলেকে ঘিরে। এই সিরিজে এর পর আর একটাই উপন্যাস প্রকাশিত হয়েছিল - 'রবার্টসনের রুবি'। ফেলুদা পর্যন্ত যার ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যায়, তাঁর সাথে পরিচয় হলে আপনি আমি তো থ বনে যেতে বাধ্য!তাই না? ভাবছেন সে কে? বলছি কালীঘাটের ছেলে ‘জ্যোতিষ্ক’র কথা। কী এমন বৈশিষ্ট্য তাঁর যে কারণে তাঁকে পেতে মরিয়া হয়ে চার স্বভাবের চারজন মানুষ পিছু নেয় কলকাতা থেকে মাদ্রাজ! যাদের হুমকিতে ভয় পেয়ে জ্যোতিষ্কের মনিব নামকরা জাদুকর সুনীল তরফদার ফেলুদাকে অনুরোধ করেন তাঁদের সাথে মাদ্রাজে যেতে। ওদিকে মাদ্রাজে খুন হয় ফেলুদার আরেক ক্লায়েন্ট হিঙ্গোয়ানি যার সাথে ছিল সুনীলের যোগাযোগ। শেষমেশ অপরাধী সনাক্ত হয় এমন একজন যা কেউ ভাবেওনি। জ্যোতিষ্ক-যার প্রকৃত নাম ‘নয়ন’ তাঁকে ও তাঁকে নিয়ে রহস্যে ঘেরা উপন্যাস ‘নয়ন রহস্য’।