Note : All deposit is refundable
মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা একজন গল্লবুড়ো । কত হাজার রকমের গল্প যে সে বলেছে তার কোনো শেষ নেই । গল্প বলতে সে ভালােবাসে ৷ গল্প বলে সে মজা পায় ৷ আবার মানুষকে নানা কিছু শিখিয়ে দেয় ৷ তার জন্মভূমি তুরস্ক ৷ তার ঝুলিতে কত শত গল্প যে আছে কেউ তা বলতে পারে না ৷ এখন সে বাংলাদেশে ৷ সে পথশিশু ছেলেমেয়েদের গল্প শোনাতে এসেছে ৷ ঢাকার পথে পথে হেঁটে ক্লান্ত হয়ে রমনা পার্কের গাছের ছায়ায় বসেছে ৷ ভাবছে, ছেলেমেয়েদের সামনে গল্পের ঝুলি খুলে দেবে ৷ সারা কাি কাজ করে ছেলেমেয়েগুলো ঘুমিয়ে পড়ে ৷
Selina Hossain- জন্ম ১৪ই জুন ১৯৪৭। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক। .তিনি বাংলা একাডেমির সাবেক পরিচালক। অবসর নেন ২০০৪ সালে। বর্তমানে শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত। তাঁর প্রকাশিত উপন্যাস ২১টি, গল্পগ্রন্থ ৭ এবং প্রবন্ধগ্রন্থ ৪টি। তাঁর লেখা ইংরেজি, ফরাসি, রুশ, জাপানিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার (১৯৮০), একুশে পদক (২০০৯), রবীন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ২০১০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট প্রাপ্ত হন।