Note : All deposit is refundable
ইবু, জয়ন্ত, কাজল, কাসেম ও তারেক -এই পাঁচজন বন্ধুর বিপদে ভরা কাহিনি নিয়ে হল দস্যি কজন। তাদের মধ্যে একজন সায়েন্টিস্ট, একজন কবি, একজন 'খবিশ', একজন 'মাসেল ম্যান' আর একজন এসেছে আমেরিকা থেকে। আমেরিকার তারেক এর সাথে পরিছয় হয়া ছিল একটা বিপদের মত, বন্ধুত্ব হওয়ার পর এক মেয়েকে কিডন্যাপ থেকে বাঁচাতে গিয়ে পরে আরেক বিপদে, সেখান থেকে কোনোভাবে বেঁচে আসলে বাসায় সবার বিপদ নেমে আসে। পরে সুন্দরবন গিয়ে পরে আরেক বিপদে! (কীভাবে আর কেন যায় বই পরে জেনে নিও)। পুরো বইটা এরকম এদ্ভেঞ্চারে ভরা, যারা পড়বে তাদের মনে হবে তারা সরাসরি ওই ঘটনায় হাজির। আমার মতে কিশোর উপন্যাস গুলোর মধ্যে এই বইটাই বেস্ট।
মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।