Note : All deposit is refundable
বানরটি তখন বড় রুটির খণ্ড থেকে একটি অংশ ছিঁড়ে ফেলে দিল । এরপর তা আবার দাঁড়িপাল্লায় রাখল ৷ এবার, আগের ছোট অংশটার ওজন বেশি হয়ে গেল । এভাবে বানরটি যতবারই অল্প অল্প টুকরো রুটির খণ্ড ছিড়ে রুটি দুইটি সমান করার চেষ্টা করে ততবারই একটিতে কিছু বেশি হয়ে যায়, রুটি আর সমান হয় না! যেহেতু বানরটি সৎ এবং সে রুটি সমান ভাগে ভাগ করার দায়িত্ব নিয়েছে কাজেই সে হাল ছাড়ল না! সে ভাগ করেই গেল, করেই গেল, করেই গেল। শেষমেষ রুটির টুকরো দুইটার যা পরিণতি হলো তা দেখে ইঁদুর দুইটি মনের দুঃখে বলল, “ওহে বানর ভইি, এ তুমি কী করলে? রুটিটাকে দেখি একদম বিন্দু বানিয়ে ফেললে, এখন আমরা কি খাব?” বেচারা বানর এতক্ষণ খেয়াল করেনি, এবার তার খেয়াল পড়ল।