Note : All deposit is refundable
টেলিস্কোপ কী বলে বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন অরুণ সোম। বইটি যদিও শিশু কিশোর জন্য রচিত হলে অনেক কিছু জানার আছে। বইটিতে বিষেশ করে মহাকাশ নিয়ে গবেষনা করা হয়েছে। বিভিন্ন বিয়ষ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মহাকাশ এর তারাঁ, গ্রহ, নক্ষত্র নিয়ে আলোচনা করা হয়েছে।