সাগরের মতো কেমন করে বড় হব মামা। আমি তো সাগর দেখিনি। তুমি আমাকে সাগরের কাছে নিয়ে যাও। আমারতো আর সময় নেই। আমিতো চলে যাচ্ছি। তবে সাগরের ছবি তোকে ভেবে নিতে হবে। নিজের বুকে হাত রেখে নিজেকে বলবি, আমি একটা সাগর । চারদিক তাকাবি। সাগর কেমন তা বুঝতে চেষ্টা করবি।
Selina Hossain- জন্ম ১৪ই জুন ১৯৪৭। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক। .তিনি বাংলা একাডেমির সাবেক পরিচালক। অবসর নেন ২০০৪ সালে। বর্তমানে শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত। তাঁর প্রকাশিত উপন্যাস ২১টি, গল্পগ্রন্থ ৭ এবং প্রবন্ধগ্রন্থ ৪টি। তাঁর লেখা ইংরেজি, ফরাসি, রুশ, জাপানিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার (১৯৮০), একুশে পদক (২০০৯), রবীন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ২০১০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট প্রাপ্ত হন।