Note : All deposit is refundable
কম্পিউটার মূলত একটি বুদ্ধিশূণ্য যন্ত্র। এর সুবিধা একটাই, একে যা করতে বলা হয়, সে খুব দ্রুত সেই কাজ করে ফেলে। যতটকু বলা হবে ঠিক ততটুকু করবে, একটু বেশিও নয় আবার কমও নয়। তবে মানুষ যেহেতু বুদ্ধিমান প্রাণি, তাই কম্পিউটারের এই কর্মতৎপরতাকে কাজে লাগিয়ে নানারকম কাজ করিয়ে নেয় যা অনেকসময় মানুষের বুদ্ধির কাছাকাছি চলে যায়। এই বইটি আপানকে কম্পিউটার প্রোগ্রামিং কী এবং এর ইতিহাস ও প্রোগামিং করে কী কী সুবিধাগুলো পেতে পারি তার একটি স্পষ্ট ধারণা দিবে। এই বইটি পড়ার জন্যে আপনাকে আগে থেকে প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে না।