Note : All deposit is refundable
একজন মুসলিম সন্তান একদিকে আল্লাহ ও তাঁর বার্তাবাহকের প্রতি বিশ্বাস নিয়ে জন্মাবে, আদাম ও হাওয়াকে নিজেদের আদিপিতা ও আদিমাতা হিসেবে জানবে, অন্যদিকে বিশেষ মতবাদ সমর্থনকারী একদল বিজ্ঞানমনস্কদের মুখে শুনবে ‘নেংটি ইঁদুরের মতো’ প্রাণী তাদের পূর্বপুরুষ, ‘বুদ্ধিমান পশু’ থেকে জন্ম নেওয়া বিমূর্ত চিন্তাকারী কোনো কন্যা তাদের ‘আদিমাতা’—এ ধরনের পরস্পরবিরোধী কথা তার কচিমনে অবশ্যই নেতিবাচকতার জন্ম দেবে। নিজ অতীতে আমার ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, এবং বর্তমান সময়ের অগণিত তরুণ-যুবাদের ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া থেকে আমি স্পষ্টভাবে বলতে পারি, এ ধরনের মতবাদের সমর্থক বই, পত্রিকা, প্রচার মাধ্যম মুসলিম মানসদের জন্য খুবই ভয়ংকর। এর প্রধান কারণ হিসেবে বলব ‘ক্লাস টেন পাশ করা’ ইসলামি শিক্ষা।
মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।