সুন্দরবনের গহীন জঙ্গলে থাকত এক বাঘিনী মা, তার ছিল তিনটি বাচ্চা। বাঘের বাচ্চাগুলো যখন একটু বড় হলো তখন একদিন বাঘিনী মা তাদেরকে ডেকে বলল, “তোরা তো এখন বড় হয়েছিস। তোদের এখন হরিণ শিকার করা শিখতে হবে। হরিণের মাংস হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় খাবার। যখন দেখবি হরিণের পাল হেঁটে যাচ্ছে তখন পেছন থেকে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে,
মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।