সাতজন কিশোর কে নিয়ে এ কাহিনী। এক জনের নাম আরিফ। তাড়াতাড়ি কথা বলতে গেলে সে তোতলায়। একদিন সে নিজের নাম বলতে গিয়ে ‘আরিফারিফ’ বলার পর থেকে তার বাকি বন্ধুরা আকিকা ছাড়াই তার নাম পালটে দেয়। আছে টিপু সাইন্টিস্ট। নিত্য নতুন কাণ্ড কারখানা করা যার কাজ। আরও আছে বিলু, কনা, ভালো ছেলে মাসুদ, কবি জীবনময়। শেষজনের নাম ফজলু। কনার মতে হাসতে হাসতে তার নাকি মুখের কাটা বড় হয়ে যাচ্ছে! আপনাদের অনেকেই হয়ত মনে মনে বলছেন ‘আরে থামুন।বইটি আমি পড়েছি, কিন্তু নামটা জানি কি?’ এত কষ্ট করার দরকার নেই, আমিই বলছি। বইটি হচ্ছে মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘দুষ্টু ছেলের দল’। কয়েকজন কিশোরের কিছু রোমাঞ্চকর ও দুষ্টুমিতে ভরা ঘটনাকে কেন্দ্র করে এই উপন্যাসটি সামনের দিকে এগোয়। যা আমাদের ওই কিশোরদের মতই ভাবতে বাধ্য করে। তাই বলছি যারা এখনও বইটি পড়েননি , তাড়াতাড়ি পড়ে ফেলুন। নিঃসন্দেহে চমৎকার এক সময় কাটবে আপনার।
মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।