রাজ্য ইংল্যান্ড। শহর নটিংহাম। সে বহুকাল আগের কথা। নটিংহামের কাছাকাছি বিশাল এক গহিন। গভীর সবুজ বনভূমি, নাম শেরউড জঙ্গল । রবিন হুড নামে এক দস্যু থাকত ওখানে । কিভাবে সে দস্যু হলো সেটাই এখন বলব তোমাদের। সে-সময় ইংল্যান্ডের শাসনভার ছিলো রাজা হেনরির হাতে।
হাওয়ার্ড পাইলের জন্ম ডেলাওয়ারের উইলমিংটনে, ১৮৫৩ খ্রিষ্টাব্দে। হাই স্কুলের পড়াশোনা শেষ করে তিনি আর্ট স্কুলে ভর্তি হন। তারপর তাঁর বাবার চামড়ার দোকানে কাজ করেন। এরপর ফিরে যান তাঁর সবচেয়ে পছন্দের জায়গা আঁকাআঁকিতে এবং বাচ্চাদের জন্য নিজে স্কুল খোলেন।