মানুষের জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য চাই প্রচ- ইচ্ছাশক্তি এবং দৃঢ় মনোবল। বাস্তবে কোনকিছুই মানুষের উন্নতির পথে বাধা হতে পারে না। বাধা হল ভিতরের ভয়। যার জন্য সে নিজেই দায়ী। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন দশ হাজার বার চেষ্টার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। এডিসন লেখাপড়ায় খুবই অমনোযোগী ছিলেন। কোন ক্লাসেই একবারে পাশ করেন নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন। নজরুল দারিদ্র্যতার কারণে পড়তেই পারেননি। লালন ফকির জানতেন না স্কুল কী জিনিস? আজ মানুষ এদের কর্ম নিয়ে গবেষণা করে। ডক্টরেট ডিগ্রি অর্জন করে। অ্যাপলের কর্ণধার স্টিভ জবস্ প্রতি রবিবার ভালো খাবারের আশায় সাত মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। আন্ডু কার্নেগীকে তার ময়লা পোশাকের জন্য এক পার্কে ঢুকতে দেয়া হয়নি।