থ্রি মাস্কেটিয়ার্স (ফরাসি: Le Trois Mousquetaires,ইংরেজি: The Three Musketeers) ফরাসি ভাষায় আলেকজান্ডার দ্যুমা রচিত উপন্যাস। বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৪ সালে। উপন্যাসটির নায়ক দ্য আরতাঁনা, অ্যাথোস,পার্থোস এবং আরামিস। এই উপন্যাসটির ধারাবাহিকতায় আরো দুইটি গ্রন্থ রচনা করেছেন আলেকজান্ডার দ্যুমা। এর মধ্যে একটি "ম্যান ইন দ্যা আয়রন মাস্ক" চরিত্রের কারণে বিখ্যাত দ্য ভিকম্তে ডি ব্রাগেলোঁ, বাংলায় যার অর্থ "দশ বছর পর"।