ইংরেজিতে একটা কথা আছে- ‘Knowledge is power' অর্থাৎ জ্ঞান-ই শক্তি। মানুষ মাত্রই পূজারি। মনীষীরা মনে করেন জ্ঞানের শক্তি পার্থিব যে কোনো শক্তির চেয়ে বেশি শক্তিশালী। আর এই জ্ঞান অর্জন করার প্রধান উপায় বা মাধ্যম হচ্ছে শিক্ষা। বিভিন্ন রকমের শিক্ষা রয়েছে। তবে শুরুটা যা দিয়ে তা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা। বিদ্যালয়ের ছাত্র অবস্থায় যে যতো ভালো ছাত্র হতে পেরেছে, সে জীবনে ততো বড়ো জ্ঞানী এবং ক্ষেত্র বিশেষে শক্তিশালী হয়েছে।