রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি
বইটি তরুনদের উদ্দশ্য করে লেখা। তরুনরা অনেক সময় উদ্দেশ্যহীন, জীবনের লক্ষ্য স্থির করতে পারে না। তারা দুঃচিন্তায় থাকে।তাদের কে জাগিয়ে তোলার জন্য ঝংকার মাহাবুব বিভিন্ন উপদেশ, দিক নির্দেশনা দিয়েছে যাতে তরুন সমাজে েএকটু সচেতনা জাগে, নতুন করে স্বপ্ন দেখতে পারে সে দিকে লক্ষরেখে বইটি লেখা হয়েছে।
খুব অল্প বয়সেই লেখালেখি শুরু করেন ঝংকার মাহবুব। শুরুটা ছিল বাসার দেয়ালে, বোনদের বইয়ের পাতাতে কিংবা ঘুমন্ত অবস্থায় বাবার শরীরে, আঁকাআঁকি করে। সংস্কৃতি অঙ্গনে সঁপে দেয়া লেখকের জীবন থেকে অনেকটা সময় চুরি করে নিয়েছে বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। বাকী অংশ কেড়ে নিয়েছে নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের মাস্টার্স ডিগ্রী। শিকাগো শহরে নিলসেন কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছেন।