যেসব রোগ ছোঁয়াচে নয় কিংবা নিদিষ্ট কোন জীবানু দ্বারা অন্যর শরীরে সংক্রামিত হয় না তাহাই Non-Comunicable Disease (NCD) বা অসংক্রামক রোগ। এটি বংশগত, পরিবেশগত,খাদ্যভাস ও জীবনাচারজনিত কারণে হয়ে থাকে। যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
এ রোগগুলো মারাত্মক জটিল। বর্তমান বাংলাদেশের স্বাস্থ্য সমস্যায় অসংক্রামক রোগের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সচেতনতার অভাবে এ রোগে আক্রান্ত্র হচ্ছে মানুষ।