প্রথম অধ্যায়ে লেখিকার কলমে উঠে এসেছে তাঁর পিতার ছেলেবেলা থেকে শুরু করে রাজনীতিতে অংশগ্রহণের ঘটনাবলী।বইয়ের প্রতিটি অধ্যায়ে টুকরো টুকরো করে বাংলাদেশের গৌরবোজ্জ্বল রাজনৈতিক সময়ের কথা বলা আছে যা আমাদের গর্বিত করে তোলে। এই বইতে লেখিকা তাঁর ছোটবেলার মজাদার সময় কাটানোর কথা বর্ণনা করেছেন।প্রধানমন্ত্রীর শৈশব কালের দস্যিপনার কথা পড়লে মন ভরে যেতে বাধ্য। পাঠ প্রতিক্রিয়াঃ আমার কাছে আত্মজীবনীমূলক উপন্যাসে রেটিং দেওয়াটা ধৃষ্টতা মনে হয়।তবে শেখ হাসিনা লেখিকা না হওয়ার কারণে অথবা তাঁর নিজের টুকরো স্মৃতি হওয়াতে হয়তো বইটা পড়ার সময় অধ্যায়গুলোতে সামঞ্জস্যতার অভাব পাওয়া যেতে পারে।তদুপরি,বইটা আমার ভালো লাগার স্খান দখল করে আছে কারণ এই শেখ পরিবারের কাছে আমরা ঋণী।তাঁদের পারিবারিক ঘটনা জানাটা আমাদের জন্য সম্মানের। তাই বইটা আমার অনেক ভালো লেগেছে।
শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের ১০ম জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির কন্যা এবং তাঁর রাজনৈতিক কর্মজীবন প্রায় চার দশকেরও বেশি। তিনি ১৯৮৬ থেকে ১৯৯০ ও ১৯৯১-১৯৯৫ পর্যন্ত বিরোধী দলের নেতা এবং ১৯৯৬-২০০১ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তাঁর দল নিরঙ্কুশ বিজয় লাভ করলে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।