আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান হলো ভূগোল, পানিবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের প্রয়োজনীয় অংশ। মানুষের যাবতীয় কার্যকলাপ, বিশেষ করে কৃষিকার্য, বাড়ি ঘরের ডিজােইন, দৈনন্দিন জীবন-যাত্রা ও পোশাক-পরিচ্ছদ অনেকাংশে নিয়ন্ত্রিত হয় আবহাওয়া ও জলবায়ু দ্বারা। তাছাড়া সকল প্রকার প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণ এবং স্বাভাবিক আবাসস্থল ও নিয়ন্ত্রিত এ পরিবেশ দ্বারা।