Note : All deposit is refundable
একদিন বনের ভেতর ইচ্ছেমতো বেড়াতে বের হল সিমবা আর নালা। সবকিছু জানতে দেখতে চায় তারা । আর এই দুই ছোট্ট শাবক দুটোর ওপর নজর রাখলিল জাজু। তাদের মাথার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল সে। একটু পরেই সিংহশাবক দুটো এসে দাঁড়াল একটা অন্ধকার গুহার সামনে।