সচেতন পাঠক অবশ্যই লক্ষ্য করবেন যে মেকলের সাময়িক পত্রিকার জন্য লিখিত নিবন্ধগুলি বাহ্যত পুস্তক সমালােচনা মাত্র। তবে এখানে লেখক পুস্তক সমালােচনা ব্যাপারটা ছদ্মবেশ হিসেবে কাজে লাগিয়েছেন। উদ্দেশ্য, সুযােগটা কাজে লাগিয়ে মূল বিষয়ে স্বীয় অভিমত ব্যক্ত করা। অতএব এখানে বলার দরকার করে না যে, বর্তমান ক্ষেত্রে মসিয়ে পেরিয়ার একজন রিচার্ড রাে মাত্র। এই মসিয়ে পেরিয়ারকে আর কোথাও উল্লেখ করা হবে না। এর নাম ব্যবহার শুধু মেকিয়াভেলিকে আদালতে হাজির করার জন্য।