Note : All deposit is refundable
এই বইটি অ্যাডভান্স শিক্ষার্থীদের জন্য লেখা হলেও নবীন শিক্ষার্থীদের জন্য সমান উপোযোগী। ফটোগ্রাফি, বিশেষ করে ডিজিটাল ফটোগ্রাফি বুঝতে হলে এ বইটির শুরু থেকে শেষ পর্যšত খুটে খুটে এবং বুঝে বুঝে পড়তে হবে। বইটি পড়লে বোঝা যায় ফটোগ্রাফির কৌশলগত এবং নান্দনিক দিক থেকে কতটা প্রশস্থ এবং কতটা গভীর। বই-এর চ্যাপটারগুলো সাজানো হয়েছে যথেষ্ট চিšতাভাবনা করে। লেখক প্রতিটি বিষয়ের আলোচনা করেছেন একেবারে সহজ ভাষায়। উদাহরণ, নকশা এবং ছবি দিয়ে জটিল বিষয়গুলোকে এতটাই সহজ করে তোলা হয়েছে যে একজন সাধারণ মেধার শিক্ষার্থীর বুঝতে কোনো অসুবিধা হয় না।