Note : All deposit is refundable
মানুষ আর পশুর সংকরায়নে উদ্ভূত এক নতুন প্রজাতি এনিম্যান। তাদের আয়ু দশ বছর। কিন্তু মানসিক বয়স সবসময়েই ছয় সাত বছর। তাদের সৃষ্টি করা হয়েছে এই উদ্দেশ্যে যাতে মানুষ যেভাবে কুকুর বা বিড়াল পোষে, তেমনি করে এদের পুষতে পারে। এরা কথা বলতে পারে না। এরা শুধু হাসে। যেকোন ঘটনার পরিপ্রেক্ষিতেই এরা শুধু হাসে। আনন্দেও হাসে, দুঃখেও হাসে। তাই বলে কি তাদের মনে কোন দুঃখ নেই? মানবীয় আবেগ নেই? কেউ তা জানে না। কিন্তু তিষা একসময় এমন অনেককিছু জেনে ফেলল, যা তার জানা উচিৎ ছিল না। এনিম্যানদের জন্মের রহস্য বা তাদের আচরণগত যে বিশেষ বৈশিষ্ট্য, সেসবের কার্যকারণ যদি মানুষ জেনে ফেলে তবে এনিম্যান প্রস্তুতকারকদের যে বেজায় সমস্যা! কিন্তু তবু তিষা আর তার বন্ধু জন খুঁজতে লাগল সেইসব রহস্যের সমাধান। কিন্তু এর ফলে একসময় তাদের জীবন পড়ল হুমকির মুখে।
মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।