Note : All deposit is refundable
সহিহ হাদিসের ব্যাখ্যা সংবলিত পূর্নাজ্ঞ নামাজ শিক্ষার বই। সেরার মধ্যে এটা সেরা বই। নবি (সঃ) এর শেখানো নামাজ পড়তে হলে এই বইয়ের বিকল্প নাই। কারণ এই বইয়ে লেখক কোন মাঝহাবের পক্ষে বা বিপক্ষে লেখেন নি। সম্পূর্ন সহিহ সুন্নত অনুসারে লিখেছেন। আল্লাহ লেখক নাসিরুদ্দিন আলবানী (রহঃ) কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
মুহাম্মদ নাসিরুদ্দিন আল-আলবানী ছিলেন বিংশ শতাব্দীর একজন আলবেনীয় ইসলামী চিন্তাবিদ, যিনি হাদীস ও ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তিনি পেশাগতভাবে একজন ঘড়ি মেরামতকারী ছিলেন এবং এর পাশাপাশি তিনি ছিলেন একজন প্রামাণ্য লেখক ও বক্তা। তিনিই প্রথম সালাফি শব্দটিকে একটি শ্রেণীগত প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন।