Note : All deposit is refundable
বিক্ষিপ্ত ভাবে পরে থাকে কিছু মানুষ। আর এই মানুষগুলো পৃথিবীর বিভিন্ন দিকে গড়ে তোলো বিচ্ছিন্ন কিছু শহর। আর সেই সব শহরের মানুষগুলো নিজের ক্ষমতার বিশদ পরিসরে ব্যবহার করার জন্য মস্তিষ্কে অপারেশনের মাধ্যমে ব্যবহার করে ক্রেনিয়াল । ক্রেনিয়াল এমন এক ধরণের মেশিন সেটাকে মানুষের মস্তিষ্কে অস্ত্রোপচারের মাধ্যমে বসিয়ে নিদির্ষ্ট বিষয়ে তথ্য ভরে দেয়া হয়। আর এই তথ্যের জন্য ব্যবহার করা হয় ক্রেনি টিউব । মানুষ তখন হয়ে ওঠে অতিমানবীও জ্ঞানের অধিকারী। কিন্তু এই অতিরিক্ত জ্ঞানশক্তি মানুষের সাধারণ অনুভূতি শক্তিকে গ্রাস করে এক একটি যন্ত্র করে তোলে। আর যারা শহর গুলোর মানব নিয়ন্ত্রনের বিরুদ্ধে প্রশ্ন করে তাদেরকে ডিটিউন করে দেয়া হয়। কাউকে ডিটিউন করা হলে সে একটা অর্থব হয়ে যায়। মুছে যায় সব স্মৃতি। শুধু তার ক্রেনিয়াল যন্ত্রে নিদিষ্ট দুই একটা কাজ ছাড়া তার নির্জীব হয়ে থাকে। আর এমনই এক যান্ত্রিক শহরের এক কিশোরী টিশা আর কিশোর রিহি কে নিয়েই ক্রেনিয়াল। মানব নিয়ন্ত্রনের এই অদৃশ্য শিকলে বাধার নিয়মের বিরুদ্ধে ওরা বিদ্রোহ করে।
মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।