Note : All deposit is refundable
অনলাইনের এ যুগে বেকার শব্দটি বড় বেশি বেমানান। কারণ অনলাইন সারা বিশ্বকে নিয়ে এসেছে আপনার ঘরের কোণে। এখন ঘরে বসেই বিদেশে বসবাস করা আপনজনদের সাথে ভিডিও কথােপকথন করা সম্ভব হচ্ছে, যা আজ থেকে মাত্র তিন বছর আগেও মানুষের কাছে অসম্ভব এবং অবিশ্বাস্য মনে হতাে। বিষয়টি এখন গ্রামের স্বল্প শিক্ষিত মানুষের কাছেও অতিপরিচিত। যােগাযােগব্যবস্থার একটি বিশাল মাধ্যম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের এই উন্নত যােগাযােগব্যবস্থার ফলে সারা বিশ্ব আজ ছােট হয়ে গেছে এবং এসেছে। বিশাল বড় পরিবর্তন। সারা বিশ্বে ছােট ছােট কোম্পানির পাশাপাশি বড় কোম্পানিগুলােও ভাবতে শুরু করেছে, তাদের কাজের জন্য সব স্টাফকে অফিসে বসানাের দরকার নেই। খরচ কমানাের পরিকল্পনায় তারা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজের জন্য লােক নেওয়া শুরু করল, যারা অফিসে না এসে অন্য দেশে ঘরে বসেই সব কাজ করতে পারবেন। অনলাইন বিষয়টিকে এতই সহজ করে দিল, যার জন্য এখন আর প্রয়ােজন হচ্ছে না নিজের দেশ ত্যাগ করে, নিজের পরিচিত পরিবেশ, বন্ধু-আত্মীয়স্বজনকে ত্যাগ করে দূরে চলে গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। ঘরে বসেই মানুষ এখন বড় বড় কোম্পানিতে চাকরি করছে। দিনে দিনে এ সংখ্যা আরও বাড়ছে, সামনে আরও বাড়বে। কারণ অনলাইনে কাজ করতে গিয়ে এখনাে যেসব বাধা আছে, সেগুলােও ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। অনলাইনে বসে এ রকম কাজ করে যারা নিজেদের ক্যারিয়ারকে গড়ে তুলেছেন, তাদেরই ফ্রিল্যান্সার বলে। আর এ ধরনের কাজকেই ফ্রিল্যান্সিং বলে।