Note : All deposit is refundable
কেউ কি জানেন ব্যবসায় এগিয়ে থাকতে হলে কী লাগে? কেউ হয়তাে বলবেন অনেক টাকা লাগে, কেউ বলবেন অনেক বুদ্ধি আর কৌশল লাগে, অথবা বলবেন টেকনােলজি লাগে। আমি বলব, না, এগুলাে ছাড়াও আরেকটা। খুব মূল্যবান জিনিস লাগে। তার নাম টিমওয়ার্ক। টিমওয়ার্ক ছাড়া বাকিগুলাে দিয়ে আপনি শুধু ব্যবসায় টিকে থাকতে পারবেন। কিন্তু এগিয়ে থাকতে পারবেন না। এখন প্রশ্ন হলাে, আপনি কোনটা চান? যদি কোনােরকমে ব্যবসায় টিকে থাকা আপনার লক্ষ্য হয়, তাহলে আমার থিওরিগুলাে আপনার কোনাে কাজে লাগবে না। আর যদি নিজেকে সফলতার। শীর্ষস্থানে দেখতে চান, সমস্ত প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে থাকতে চান, তাহলে এই বইটি আপনার ব্যবসার জন্য সংবিধানস্বরূপ। এই সংবিধানের মূলে রয়েছে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌছানাের জন্য দলবদ্ধ হয়ে কাজ করার ইচ্ছা, যাকে আমরা টিমওয়ার্ক হিসেবে জানি। ছােট্ট একটা শব্দ ‘টিমওয়ার্ক’ অথচ এর ক্ষমতা যে কত বিশাল ও ব্যাপক, বলে বােঝানাে যাবে।
কিন্তু সমস্যা একটাই, টিমওয়ার্ক সহজে কাউকে ধরা দিতে চায় না, ঠিক গল্পের সােনার হরিণের মতাে। আমার এক বন্ধু, বিশাল কোম্পানির মালিক, প্রচুর টাকা ইনকাম করে, সে-ই প্রথম আমাকে এই সােনার হরিণের গল্প শােনায়। সে গল্প আমার আজীবন মনে থাকবে। সে বলত, যদি তুমি সােনার হরিণ পেতে চাও, তােমাকে সিন্দবাদের মতাে সাগর পাড়ি দিতে হবে। শক্ত হাতে জাহাজের প্রতিটা নাবিককে এমনভাবে পরিচালনা করতে হবে, যেন জাহাজের ক্লিনার থেকে শুরু করে ক্যাপ্টেন পর্যন্ত সবার গন্তব্য ও লক্ষ্য এক হয়। সাগরে যত ঝড়-তুফান আসুক, কেউ যেন তিলমাত্র গন্তব্যচ্যুত না হয়। গন্তব্য একটাই- সােনার হরিণ পাওয়া। ‘যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে। অটুট লক্ষ্য আর হৃদয়ে বিশ্বাস নিয়ে যদি সবাই সাগর পাড়ি দিতে পারে, পৃথিবীর কোনাে শক্তিই তাদের সামনে দাঁড়াতে পারবে না। জয় তােমার হবে। যে-কোনাে ব্যবসা হােক, যতই পরিস্থিতি খারাপ হােক, জয়ী তুমি হবেই। মজার ব্যাপার কী জানেন? যখনই আমি এই গল্পটা কোনাে টিম লিডারকে শােনাই, সে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে একমত হয়।