কিন্তু তার কিছুই তারা করেননি। এর একটা কারণ হয়ত এই যে দ্রুত প্রকাশ করতে হবে সেই জন্যে তারা যা পেরেছেন, তাই-ই প্রেসে পাঠিয়ে দিয়েছেন। কনটেন্ট ভাল না খারাপ তা নিয়ে দুবার ভাবারও টাইম পাননি। যাইহোক, ভূতের গল্প বা হরর কাহিনীর ক্ষেত্রে বাংলা সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ। রবি ঠাকুর থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, কোন বড় লেখক ভূত নিয়ে কমবেশি লেখেননি? সেসব গল্পের কোনোটা আক্ষরিক অর্থেই গায়ে কাটা দেয়। কোনোটা আবার স্রেফ লেখকদের অসামান্য লেখনি ও পরিবেশনক্ষমতার জোরে আমাদের নিকট গ্রহনযোগ্যতা লাভ করেছে। সুতরাং ভূতের গল্প নিয়ে বই প্রকাশ করে তাকে সাহিত্যের আঙ্গিনায় একটা ভাল অবস্থানে নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ না।