অনেকক্ষন ধরে ফোন বাজছে নাহারের।পাশে থেকে তার মেয়ে সুমি ফোন ধরার কথা বললে নাহার বলেন তিনি অপরিচিত নম্বর ধরেন না।করেকবার ফোনখানা বেজেই গেল। কিন্তু তিনি ধরলেন না।মেয়ে বিরক্ত হলে নাহার বললেন নিজে থেকেই কল অফ হয়ে যাবে।কল কেটে যাবার ক্ষানিক বাদে আবার সেই নম্বর থেকে ফোন।শেষবার তিনি কলটি ধরে গম্ভীর গলায় বললেন হ্যালো।অন্যপাশের থেকে একজন একটু নরম গলায় বললেন এটা মিসেস নাহারের নাম্বার না? নাহার বললেন জি।তখন লোকটি নিজের পরিচয় দিয়ে বললেন তিনি একজন সাংবাদিক।নাম তার আমজাদ।তিনি নাহারকে অনেক কষ্টে খুজে পেয়েছেন এবং কিছু সময় চেয়ে তারা কথা বলতে লাগলেন।
মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।