Note : All deposit is refundable
ছোটাচ্চু যখন প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুললো টুনি নামের(টুনটুনি) ছোট্ট মেয়েটি সেই সংস্থার মেম্বার বা সহকারী গোয়েন্দা হতে চাইলো। কিন্তু ছোটাচ্চু তাকে কোন পাত্তাই দিলনা। কিন্ত মাত্র দুদিন যেতে না যেতেই দেখা গেল ছোটাচ্চু তেমন কোন সমস্যার সমাধানই করতে পারেনা। উপরন্তু টুনটুনি নামের ছো্ট্ট মেয়েটি খুব সহজেই সব গোয়েন্দাগীরি করে বের করে ফেলে। একদিন দুদিন করতে করতে এক সময় ছোটাচ্চু টুনটুনিকে মোটামুটি মুল্যায়ন করতে শুরু করে। তোমরা কি ভেবেছ? ছোট বলে তুমি গোয়েন্দা হতে পারবেনা? সেটা মোটেই ঠিক নয়।
মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।