Note : All deposit is refundable
পাকিস্তান রাষ্ট্র গঠনকে আমাদের স্যেকুলার বয়ানে দেখা হয়েছে একটি প্রতিক্রিয়াশীল ঘটনা হিসেবে। অথচ পাকিস্তান সৃষ্টি এই অঞ্চলের অন্যতম প্রগতিশীল উল্লম্ফন। সেই পাকিস্তান তার জন্মের দায় শোধ করতে পারেনি জন্যই বাংলাদেশের সৃষ্টি। কিন্তু পাকিস্তান আন্দোলনের মধ্যে থেকে ইসলাম নিজ পরিচয়ের সঙ্গে লেপ্টে কীভাবে এই জনগোষ্ঠির আর এক অন্যতম পরিচয় বৈশিষ্ট্য হয়ে উঠলো সেটা কখনো খতিয়ে দেখা হয়নি। একটা জনগোষ্ঠি, চলার পথে লড়াই সংগ্রামের ইতিহাস, তাৎপর্যকে কীভাবে তার ‘পরিচয় বৈশিষ্ট্য’ হিসাবে সাথে লেপ্টে নিয়ে চলে সেটাও আমরা অনুধাবন করার চেষ্টা করিনি। ঠিক কীভাবে এই অঞ্চলের মানুষের মননে ও গঠন-তন্তুতে ‘ইসলাম’ এক বিশেষ অর্থে আর তাৎপর্যে স্থায়ী আসন নিয়ে নেয়; সেই তালাশ কেউ করেনি। কারণ তাহলেই আমাদের প্রগতিশীল মহল হৈ হৈ রৈ রৈ করে উঠবে। সেকারণেই মুক্তিযুদ্ধকে সেই জমিদারি উচ্ছেদের লড়াইয়ের পরিণতি পাকিস্তান রাষ্ট্রের জন্মের ইতিহাসের ধারাবাহিকতায় দেখার কোন সচেতন চেষ্টাও হয়নি।
একদা কুষ্টিয়া জেলার মিলাপাড়াতে জন্মগ্রহন করলো একটি শিশু। গড়াই নদীর চড়, জায়গা। মোহিনী মিলের ভ্যাপুর শব্দে ভাঙতো তার ঘুম। বাবার সরকারী চাকরির সুবাদে শৈশব এবং কৈশরে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে । ঝিনাইদহে স্কুল কলেজ (কে সি কলেজ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। কম্পিউটার দিয়ে কর্মজীবন শুরু করেন- প্রথমে ঝিনাইদহ, পরে কুষ্টিয়া ও ঢাকাতে। ছােটবেলা থেকে অভিনয় করেন নাটক, টেলিফিল, ফিল্ম ও টিভি সিরিয়ালে। আমরা তাকে এখন চিনি - অভিনেতা ও লেখক বাপ্পি আশরাফ নামে ।