Note : All deposit is refundable
কেননা, আপনি আপনার আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, দুঃস্থ-দুঃখীদের সেবা করেন, বঞ্চিত ও অভাবগ্রস্তদেরকে আয়ের ব্যবস্থা করে দেন, অতিথি সৎকার করেন, সত্যপথের বিপন্ন পথিকদেরকে সাহায্য করেন। অতঃপর হযরত খাদীজা (রা) তাঁকে সাথে করে স্বীয় পিতৃব্য পুত্র ওরাকা ইবনে নওফলের নিকট গমন করলেন। তিনি অন্ধকার যুগে খৃস্টধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইবরানী ভাষায় কিতাব লিখতেন। আল্লাহর ইচ্ছামাফিক ইঞ্জীলের অনেকাংশ (সুরইয়ানী ভাষা থেকে) ইবরানী ভাষায় অনুবাদ করতেন। তিনি এত অধিক বার্ধক্যে পৌছেছিলেন যে, প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদীজাহ (রা) তাকে বললেন, হে পিতৃব্য পুত্র! তােমার ভ্রাতুস্পুত্রের কথা শুন। ওরাকা। ইবনে নওফল তাকে বললেন, হে ভ্রাতুপুত্র! কি দেখেছ ? রাসূলুল্লাহ (ছ) সব ঘটনা তার নিকট বিবৃত করলেন। ওরাকা তাকে বললেন, ইনি সেই রহস্যময় জিবরাঈল ফেরেশতা যাকে আল্লাহ হযরত মূসার (আ) নিকট প্রেরণ করেছিলেন। আহা! যদি আমি সে সময় যুবক থাকতাম যেদিন আপনি আল্লাহর বাণী প্রচার করবেন, হায়! যদি আমি সে সময় জীবিত থাকতাম, যে সময় আপনার সম্প্রদায়ের লােকেরা আপনাকে দেশান্তরিত করবে।