Note : All deposit is refundable
পবিত্রতা অর্জনের ফযীলত হাদীস-২। হযরত আবু হােরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন-যখন কোনাে মুমিন বা মুসলিম বান্দা অযু করে এবং চেহারা ধৌত করে, তার চেহারা থেকে তার চোখের দ্বারা করণীয় সব গুনাহ পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে দূরীভূত হয়ে যায়। যখন সে তার হাত ধৌত করে, তার দু'হাতে করণীয় সমুদয় গুনাহ তার হাত থেকে পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে দূরীভূত হয়ে যায়। এমনকি সে সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ হয়ে যায়।