এই এতটি বছরের মাধ্যমে সমগ্র বিশ্ব বাংলাদেশকে জানল, চিনল এবং বুঝতে পারল সবুজ শ্যামল প্রকৃতির কাদামাটির মতো নরম বাঙলি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।'' আর এই বাঙালির দেশপ্রেম, প্রত্যয়, দৃঢ়তা, মুক্তির অনির্বাণ আকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাসের সাথে আবেগ মিলেমিশে একাকার হয়ে এক অনির্বচনীয় 'মুক্তিযুদ্ধ' স্বাধীন বাংলাদেশকে জন্ম দিচ্ছিল। দেশপ্রসবকালিন সেই সময়ের অসাধারণ নিখাদ দলিল ‘একাত্তরের চিঠি’ ।