Note : All deposit is refundable
আর বলে দিয়েছেন বইটি পড়ার কৌশল ।তার পরের অধ্যায়েই কোডব্লকস্ সফটওয়ার কিভাবে ইন্সটল করতে হয় সেটা জানতে পারবেন ।আর হ্যাঁ ,এ অধ্যায়ের মাধ্যামেই আপনার প্রোগ্রামিং জীবনের শুরু হবে ।(আহা !কি আনন্দ আকাশে বাতাসে ) বইটির যে লিখন কৌশলটা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হল -প্রথমে প্রোগ্রামিং কোড দিয়ে ,তারপর সেই কোডগুলো ব্যাখ্যা করা হয়েছে ।এতে করে ঐ কোডগুলো নিয়ে চিন্তা করার মানসিকতা তৈরি হবে যেটা প্রোগ্রামিং এ সব থেকে বেশি জরুরি ।লেখক সুবিন ভাইয়া এই চিন্তা করার প্রতি কতটা গুরুত্ব দিতে বলেছেন সেটা বইটা পড়লেই বুঝতে পারবেন । আপনি হয়তো অনেক লেখাপড়া করে থাকবেন কিন্তু আপনি কি প্রাইমারি স্কুলের সেই মাস্টার বাবুর কথা কখনও ভুলতে পারবেন ?
Tamim Shahriar Subeen (ডাকনাম : সুবিন)-এর জন্ম ১৯৮২ সালের ৭ নভেম্বর ময়মনসিংহে। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার হারং গ্রামে। তাঁর বাবা মো: মোজাম্মেল হক ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা ফেরদৌসি বেগম গৃহিণী। স্ত্রী সিরাজুম মুনিরা পুত্র আরাভ শাহরিয়ারকে নিয়ে বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করছেন। লেখাপড়া করেছেন হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ কে উচ্চ বিদ্যালয়, নটর ডেম কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ২০০৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে (২০০৭ ও ২০০৮ সালে) তিনি এসিএম আইসিপিসি ঢাকা রিজিওনাল-এর বিচারক ছিলেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশে থাকাকালীন সময়ে প্রতিষ্ঠা করেছেন মুক্ত সফটওয়্যার লিমিটেড ও দ্বিমিক কম্পিউটিং। এ ছাড়া তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে একজন একাডেমিক কাউন্সিলর। বর্তমানে সিঙ্গাপুরে গ্র্যাব নামক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছেন।