Note : All deposit is refundable
মাইক্রোকন্ট্রোলার দিয়ে কি হয়?
এই প্রশ্নের উত্তর একটি উদাহরণ দিয়ে বােঝানাে যাক। ধরা হল, আমরা একটি রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি ছাদে উঠানাের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করতে চাই। নিচের ট্যাংকের পানির পরিমাণ একটি নির্দিষ্ট লেভেলের উপরে থাকলে এবং ছাদের উপরের ট্যাংক এর পানির পরিমাণ একটি নির্দিষ্ট লেভেলের নিচে থাকলে মােটর নিজে নিজে চালু হয়ে যাবে এবং এই ঘটনার উল্টোটি হলে মােটর বন্ধ হয়ে যাবে। এই কাজটি আমরা মাইক্রোকন্ট্রোলার দিয়ে করতে পারি। সে ট্যাংক থেকে নির্দেশ গ্রহণ করে নেবে এবং প্রয়ােজন অনুযায়ী মােটরে খুব সহজেই নির্দেশ দিতে পারবে। এই নির্দেশ হল প্রকৃতপক্ষে এক ধরনের ইলেকট্রিক সিগন্যাল।